June 11, 2010

এডবি ফ্লাশ প্লেয়ারের নতুন ভার্শন ১০.১ Flash 10.1 debuts

ফ্লাশের ভবিষ্যত নিয়ে এপল যত জোড়ালো প্রচারনাই চালাক, এডবি এর নতুন ভার্শন রিলিজ দিয়েছে।  উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ১০.১ ডাউনলোড করার জন্য দেয়া হয়েছে তাদের ওয়েবসাইটে।  বলা হয় বর্তমান ইন্টারনেট ভিডিও এবং গেমের তিন-চতুর্থাংশই ফ্লাশ ভিত্তিক। বর্তমান ভার্শন রিলিজ দেয়ার আগে অন্তত বেটা এবং রিলিজ ক্যান্ডিডেটসহ মোট ৬টি ভার্শন রিলিজ দেয়া হয়েছিল।
নতুন ভার্শনের উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে হার্ডঅয়্যার এক্সিলারেশন (আপাতত ম্যাকে কাজ করবে না)।  এছাড়া প্রাইভেট ব্রাউজিং মোডে ক্রশপ্লাটফর্ম সাপোর্ট যোগ করা হয়েছে। যার অর্থ এখন থেকে ফ্লাশ আর কুকি জমা করবে না। ফ্লাশ সম্পর্কে বড় অভিযোগ ছিল এর মাধ্যমে ভাইরাসের আক্রমন ঘটানো সহজ।
অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে ষ্ট্যাবল ভিডিও স্ট্রিমিং, পিয়ার টু পিয়ার ব্রডকাষ্টিং, এক্সিলারোমিটার এবং মাল্টিটাচ সাপোর্ট, কন্টেন্ট প্রোটেকশন, উন্নত আউট অব মেমোরী ম্যানেজমেন্ট ইত্যাদি।

No comments:

Post a Comment