June 22, 2010

ইন্টেলের নতুন দুটি এটম প্রসেসর Atom D525 and D425 available

ইন্টেল দুটি নতুন এটম প্রসেসরের ঘোষনা দিয়েছে। ডি৫২৫ এবং ডি৪২৫ নামের এই প্রসেসরদুটি নেটটপে ব্যবহৃত হবে। দুটি প্রসেসরই ১.৮ গিগাহার্টজের। মাল্টিথ্রেডিং ফিচার সহ। এদের মধ্যে ডি৫২৫ ডুয়াল কোর কাজেই সেখানে ৪টি থ্রেড কাজ করবে। এতে ১ মেগাবাইট এল২ ক্যাশ মেমোরী রয়েছে। অন্যদিকে ডি৪২৫ সিংগেল কোর, ৫১২ কিলোবাইট এল২ ক্যাশ। দুটি চিপেই ডিডিআর৩ সাপোর্ট করবে।

ইন্টেল মুলত প্রসেসরের জন্যই পরিচিত হলেও অন্য বিষয় নিয়েও কাজ করে। প্রসেসরের খবরের সাথে আরেক খবরে তারা জানিয়েছে তারা অন্তত ২৫টি সিষ্টেমের জন্য অয়্যারলেস ডিসপ্লে তৈরী করেছে। এই ব্যবস্থা তারের সংযোগ ছাড়াই একটি এডাপ্টারের মাধ্যমে অয়্যারলেস প্রযুক্তিতে টিভিতে ভিডিও সিগন্যাল পাঠানো যাবে। কোর আই৩ এবং আই৫ প্রসেসরের অন্তত ২৫টি ল্যাপটপের জন্য এই প্রযুক্তি পাওয়া যাচ্ছে। আমাজন, বেষ্টবাই, টাইগার ডিরেক্ট এর মত বড় বিক্রেতা প্রতিষ্ঠান এগুলি বিক্রি শুরু করেছে।

No comments:

Post a Comment