June 18, 2010

ব্লগিং সফটঅয়্যার ওয়ার্ডপ্রেসের নতুন ভার্শন ৩.০ WordPress 3.0 Blogging Software Released

জনপ্রিয় ব্লগিং সফটঅয়্যার ওয়ার্ডপ্রেসের নতুন ভার্শন ৩.০ রিলিজ দেয়া হয়েছে। এটা এই সফটঅয়্যারের ১৩তম পরিবর্তন। জানানো হয়েছে এতে ২৭০০ পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে ত্রটি দুর করা হয়েছে ১২১৭টি। একাজ করেছে ২১৮ জন সেচ্ছাকর্মী। ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এর ফলে এটা বিশ্বের অন্যতম প্রধান ব্লগিং সফটঅয়্যারে পরিনত হল।
পরিবর্তনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে একই সময়ে একাধিক ব্লগ চালু করা। আগে একাজের জন্য পৃথক কপি চালু করতে হত। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কাষ্টম পোষ্ট টাইপ। প্রতিটি পেজকে একটি ব্লগ পোষ্টের বদলে পোষ্টটি কোন ধরনের তা জানানো যাবে। এছাড়া একাধিক প্লাগ-ইন একই সময়ে আপডেট করা, নতুন ডিফল্ট থিম এবং নতুন ইন্টারফেস আনা হয়েছে।
আগের ব্যবহারকারীরা ড্যাসবোর্ড থেকে নতুন ভার্শনে আপডেট করতে পারবেন আর নতুন ব্যবহারকারী ডাউনলোড করতে পারেন এখান থেকে; http://wordpress.org/download/

No comments:

Post a Comment