June 21, 2010

তোসিবা কমদামী আলট্রা-পোর্টেবল ল্যাপটপ Toshiba Portégé R700 ultra-portable laptop

পোর্টেজ আর৭০০ নামে বিশ্বের সবচেয়ে হাল্কা ল্যাপটপ কম্পিউটারের ঘোষনা দিয়েছে তোসিবা। ১৩.৩ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপ যেমন সহজে বহনযোগ্য তেমনি পারফরমেন্সের দিক থেকে অত্যন্ত উচু মানের। সেইসাথে দাম কম। অতিরিক্ত হিসেবে এতে হার্ডড্রাইভ ইমপ্যাক্ট সেন্সর এবং স্পিল-রেজিষ্ট্যান্ট কিবোর্ড যোগ করা হয়েছে। কাজেই আঘাত পেলে বা ভিজলেও ক্ষতি হবে না।
পেশাদারদের কথা মাথায় রেখে এটা তৈরী। ইন্টেল কোর আই৩/আই৫/আই৭ এই তিন ধরনের কনফিগারেশনে এটা পাওয়া যাবে। 
সবগুলিতেই যা থাকবে তা হচ্ছে;
  • ১৩.৩ ইঞ্চি এলইডি ব্যাকলাইট এইচডি ওয়াইডস্ক্রিন ডিসপ্লে
  • উইন্ডোজ ৭ প্রফেশনাল
  • ৪ গিগাবাইট ডিডিআর৩ মেমোরী
  • ইন্টিগ্রেটেড ডিস্ক ড্রাইভ
  • টাইল রেইজড কিবোর্ড
  • ৬-সেল ব্যাটারী
  • এক্সপ্রেসকার্ড স্লট, ই-সাটা/ইউএসপি পোর্ট ইত্যাদি।
এগুলির দাম ৯৯৯ ডলার থেকে ১৫৯৯ ডলার পর্যন্ত। সবচেয়ে কমদাম হচ্ছে পোর্টেজ আর৭০৫ কনজুমার এডিশন। কোর আই৩ প্রসেসরের সাথে ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ, ৪ গিগাবাইট মেমোরী। কনফিগারেশন হিসেবে দাম কমই।
জুন ২৭ তারিখ থেকে এগুলি বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment