June 20, 2010

জারা ফটো এন্ড গ্রাফিক ডিজাইনার ৬ Xara Photo & Graphic Designer 6 and Xara Designer Pro 6

ইমেজ এডিটিং সফটঅয়্যার হিসেবে জারা নামটি খুব বেশি পরিচিত হয়ত না, কিন্তু দ্রুত জটিল কাজ করার ক্ষমতা এবং সহজ ব্যবহার দুদিকেই এ এগিয়ে আছে অন্য যে কোন সফটঅয়্যার থেকে। শুধু বিটম্যাপ নিয়েই কাজ করে না, এখানে ব্যবহার করা যায় ড্রইং, টেক্সট এসবও। সামান্য কয়েকটা ক্লিকেই তৈরী করতে পারেন বাটন- লোগো এর মত সাধারন কাজ থেকে জটিল এবং বিশাল ইলাষ্ট্রেশন কিংবা পোষ্টার কিংবা কয়েক পৃষ্ঠার লিফলেট। এমনকি ফ্লাশ এনিমেশনও তৈরী করতে পারেন।
এই সফটঅয়্যারের নতুন ভার্শন রিলিজ দেয়ার সময় নামেও পরিবর্তন আনা হয়েছে। জারা এক্সট্রিম এর নাম এখন জারা ফটো এন্ড গ্রাফিক ডিজাইনার আর জারা এক্সট্রিম প্রো এর নাম জারা ডিজাইনার প্রো।
জারার সবচেয়ে বড় বৈশিষ্ট একটি মাত্র ইন্টারফেসে গ্রাফিকস, ইলাষ্ট্রেশন, পেজ লে-আউট সবকিছু ব্যবহার করা যায়। এডবির সাথে তুলনা করলে একাজের জন্য ফটোশপ-ইলাষ্ট্রেটর-ইনডিজাইন এই তিনটি সফটঅয়্যার প্রয়োজন হবে।
নতুন ভার্শনে মাল্টিপল প্রসেসর সাপোর্ট রয়েছে। জারা ডিজাইন প্রো এর সাথে ফটো এন্ড গ্রাফিক ডিজাইনার এর সাথে রয়েছে প্যানটোন, সিএমওয়াইকে, কালার সেপারেশন ছাড়াও এডভান্সড ওয়েবসাইট ডিজাইনের সুবিধে।
সফটঅয়্যারদুটির দাম যথাক্রমে ৮৯ এবং ২৯৯ ডলার। তাদের ওয়েবসাইটে উদাহরন এবং টিউটোরিয়াল রয়েছে। ঠিকানা designer.xara.com

No comments:

Post a Comment