June 28, 2010

গুগল ক্রোমে ফ্লাশ Google Chrome Integrates Flash

গুগল তাদের ক্রোম ব্রাউজারে এডবি ফ্লাশ যোগ করেছে। উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্সের জন্য ডাউনলোডে দেয়া এই ভার্শনে পৃথকভাবে ফ্লাশ উনষ্টল করতে হবে না। নতুন আপডেটে ভিডিও ব্যবহারের কিছু সমস্যাও ঠিক করা হয়েছে। এতদিন ক্রোমের সাথে ব্যবহারের জন্য পৃথকভাবে ফ্লাশ ইনষ্টল করা প্রয়োজন হত।
ফ্লাশ নিয়ে এডবির সাথে এপলের লড়াইয়ের কারনে ফ্লাশ বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষন করে সাম্প্রতিক সময়ে। ষ্টিভ জবসের ভাষায় ফ্লাশ একটি ত্রুটিপুর্ন সফটঅয়্যার। খুব সহজে ভাইরাসের আক্রমন হতে পারে, ব্যাটারীর অপচয় করে। যেকারনে তারা আইপ্যাড থেকে ফ্লাশ বাদ দিয়েছে। অন্যদিকে ইন্টারনেট ভিডিও এবং গেমের ক্ষেত্রে ফ্লাশের রাজত্ব। সপ্তাহখানেক আগে কম্পিউটার ছাড়িয়ে এন্ড্রয়েড পর্যন্ত ফ্লাশ ব্যবহারের তালিকায় নাম লিখিয়েছে।
ক্রোমের নতুন ভার্শন ডাউনলোড করা যাবে এখান থেকে

No comments:

Post a Comment