June 22, 2010

প্যানাসনিক মাইক্রো ফোর থার্ড ক্যামকোর্ডার Panasonic AG-AF100 Micro Four Thirds camcorder

ডিজিটাল এসএলআর ক্যামেরায় ব্যবহৃত মাইক্রো ফোর থার্ড সেন্সর ব্যবহার করা ভিডিও ক্যামেরা এজি-এএফ-১০০ এর আরো তথ্য প্রকাশ করেছে প্যানাসনিক। ৪/৩ ইঞ্চি ডিজিটাল ষ্টিল ক্যামেরার এই সেন্সরের ফলে এই ক্যামেরায় ৩৫ মিমি মুভির মানের ভিডিও পাওয়া যাবে। সেইসাথে ষ্ট্যান্ডার্ড এসএলআর ক্যামেরার লেন্স ব্যবহার করা যাবে এই ক্যামেরায়।
এতে মাল্টি এইচডি ফরম্যাট এবং মাল্টি ফ্রেম রেট ব্যবহার করা হয়েছে। ৭২০পি মোডে রেকর্ড করার সময় স্লো এবং কুইক মোশন ব্যবহার করা যাবে। এছাড়া ডায়নামিক রেঞ্জ ষ্ট্রেচার, গামা সিলেক্ট এবং অন্যান্য ইমেজ ফিচার ব্যবহার করা যাবে।
অডিওর জন্য ২ চ্যানেল প্রফেশনাল এক্সএলআর ইনপুটের ব্যবস্থা রয়েছে। সাধারনত প্রফেশনাল ভিডিও ক্যামেরায় এই ফিচার ব্যবহার করা হয়। অঘচ এই ক্যামেরা আকারে ছোট এবং হাল্কা।
রেকর্ডিং মিডিয়া হিসেবে এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করে এভিসিএইচডি ফরম্যাটে ১২ ঘন্টা পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।
বিশ্বের প্রথম এধরনের এই ক্যামেরা ঠিক কোন সময়ে বাজারে বিক্রি শুরু হবে কিংবা দাম কত হবে এখনো জানানো হয়নি।

No comments:

Post a Comment