June 15, 2010

ট্রান্সসেন্ড এইচডি মিডিয়া প্লেয়ার Transcend HD Media Player DMP10

ট্রান্সসেন্ড তাদের প্রথম হাই-ডেফিনিশন মিডিয়া গ্লেয়ার বাজারে ছেড়েছে। এরসাথে প্রচলিত সব ধরনের অডিও-ভিডিও ফরম্যাট ব্যবহার করা যাবে যে কোন ইউএসবি ষ্টোরেজ ব্যবহার করা যাবে। হার্ডডিস্ক, মেমোরী কার্ড ইত্যাদিকে এরসাথে কানেক্ট করুন এবং টিভিতে ফুল হাই ডেফিনিশন ভিডিও দেখুন, এই নীতিতে তৈরী করা হয়েছে ডিএমপি-১০ নামের এই প্লেয়ারটি।
বিপুল পরিমান সিডি-ডিভিডির সংগ্রহ করে তাক ভর্তি করার চেয়ে হার্ডডিস্কে পছন্দের ভিডিও জমা করার প্রবনতা বর্তমানে অনেক বেশি। এর সমস্যা হচ্ছে এই ভিডিও দেখার জন্য কম্পিউটার প্রয়োজন। এই কাজটিকেই সহজ করে দেবে এই প্লেয়ার। যে কোন টিভিতে কানেক্ট করা যাবে, ডিটিএস, ডলবি ডিজিটাল অডিও ডিকোডিং, ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ এইচ২৬৪/এভিসি এবং ভিসি-১ ডিকোডিং সেরা মানের ভিডিও এবং অডিও ব্যবহার করতে সাহায্য করবে।
এরসাথে দুটি ইউএসবি পোর্ট রয়েছে। সব ধরনের এইচডি ফরম্যাট ব্যবহার করা যায় এতে। রিমোট এবং মেনু ব্যবহার করে সহজে যে কোন মিডিয়া ফাইল খুজে বের করা যায়।
কিছুদিনের মধ্যেই এটা বিক্রি শুরু হবে। এখনও দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment