নোকিয়া আরেকটি ফোন আনতে যাচ্ছে হাই ডেফিনিশন ৭২০পি ভিডিও সহ। এতে সিমবিয়ার ৩ অপারেটিং সিষ্টেম এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ৩.৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ভবিষ্যতের এনএইচডি রেজ্যুলুশনের উপযোগি।
নোকিয়া ঘোষনা না দিলেও এ সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তাতে এতে মাইক্রোইউএসবি পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক, ৭২০পি ভিডিও রেকর্ডিং, ৩জি রেডিও এবং মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে ১১মিমি পুরুত্বের পাতলা এই সেটে। সবদিক দিয়েই এটা এন৮ এর ছোট ভার্শন।









































