তোসিবা ৩টি নতুন টিভির মডেলের কথা জানিয়েছে। এদেরকে জাপানের সর্বশেষ প্রযুক্তি বলতে আপত্তি থাকার কথা না। ৫৫ইএক্স২, ৪৬এক্সই২ এবং ৫৫এক্স২ মডেল তিনটির বর্ননা সেকথাই বলে। মডেল থেকে এটুকু ধারনা করতে পারেন এগুলি যথাক্রমে ৫৫, ৪৬ এবং ৫৫ ইঞ্চি। এর বাইরে যা জানতে চান তা হচ্ছে, ২৪০ হার্টজ রিফ্রেস রেট, ১,০০০ নিট ব্রাইটনেস, ৯,০০০,০০০:১ ডায়নামিক কন্ট্রাষ্ট রেশিও এবং টুডি-থ্রিডি কনভার্শন। আপনার পুরনো টুডি ভিডিওগুলিকেও থ্রিডিতে পরিনত করে দেখাবে।
এরসাথে আর কি চাইতে পারেন। রেকর্ড করার জন্য রয়েছে ৩ টেরাবাইট যায়গা। একসাথে ৮টি চ্যানেল রেকর্ড করা যাবে। ইচ্ছে করলে আরো ৮টি হার্ডডিস্ক লাগানো যাবে। ব্লু-রে রেকর্ডার লাগিয়ে সরাসরি রেকর্ড করা যাবে। কানেকটিভিটি নিয়েও মাথা ঘামানোর কিছু নেই।
মাথা ঘামানোর বিষয় একটিই। ৫৫এক্স২ মডেলের দাম ১০ লক্ষ ইয়েন (১১,৪৩০ মার্কিন ডলার)। অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।
৫৫এক্সই২ মডেলের দাম ৮০০০ ডলার, ৪৬এক্সই২ মডেলের দাম ৬৮৫৮ ডলার।
No comments:
Post a Comment