ক্যামেরা কোম্পানীগুলি যে পরিমান নতুন ক্যামেরা বাজারে আনে তারসাথে তাল মেলানো যে কারো জন্যই কঠিন। এটুকুই লক্ষ্য করার থাকে, তাতে বিশেষভাবে কি বৈশিষ্ট রয়েছে। স্যামসাং এর নতুন ক্যামেরাদুটি সে হিসেবে কিছুটা বৈশিষ্টের দাবীদার। তাদের এসপি৮০ মডেলে রয়েছে ওয়াইফাই, ইমেইল ব্যবহারের সুযোগ, সরাসরি ছবি আপলোড করার ব্যবস্থা। এতে ৩এক্স অপটিক্যাল জুমও রয়েছে। এর ইমেজ সেন্সর ১৪.২ মেগাপিক্সেল, ডিসপ্লে ৩ ইঞ্চি ডাব্লিউকিউভিজিএ টাচস্ক্রিন। এতে ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। আরেকটি বড় বৈশিষ্ট, অনায়াসে পকেটে পুরে বয়ে বেড়ানো যাবে।
অপর ক্যামেরা এইচএমএক্স-ই১০ পকেট ভিডিও ক্যামেরায় রয়েছে আশ্চর্য্যরকমের ২৭০ ডিগ্রী স্যুইভাল লেন্স, ১৯২০-১০৮০ ফুল হাই ডেফিনিশন এইচ.২৬৪ ভিডিও রেকর্ডিং> এর টাচস্ক্রিন ২.৭ ইঞ্চি। এতে ২এক্স ডিজিটাল জুম রয়েছে। কানেকটিভিটি হিসেবে এইচডিএমআই এবং ইউএসবি (চার্জ করা যাবে)।
ক্যামেরাদুটি সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। দাম যথাক্রমে ২৫০ ডলার এবং ২০০ ডলার।
No comments:
Post a Comment