হাঙ্গেরীর কয়েকজন তরুন সবচেয়ে বড় ছবি উঠানোর রেকর্ড গড়েছে। ৭১ গিগাপিক্সেল এই ছবি উঠাতে তাদের সাহায্য করে এপশন, মাইক্রোসফট এবং সনি। বুদাপেষ্টের সবচেয়ে উচু যায়গা ১০০ বছরের পুরনো অবজারভেটরী থেকে শহরের ৩৬০ ডিগ্রী প্যানোরমিক ছবি উঠিয়েছে তারা। এতে ব্যবহার করা হয়েছে সনি এ৯০০ ক্যামেরা বডি, মিনোল্টা এএফ ৪০০ মিমি লেন্স, সাথে ১.৪এক্স টেলিকনভার্টার। উচু মানের ট্রাইপড এবং বিশেষভাবে তৈরী রোবোটিক হেড ব্যবহার করেও ছবি উঠাতে সময় লেগেছে ৩ ঘন্টা।
তাদের উঠানো ছবিগুলি জোড়া দেয়া হয়েছে ডেল প্রিশিসন টি৭৫০০ কম্পিউটারে যেখানে দুটি কোয়াড কোর জিওন প্রসেসর, ২৪ গিগাবাইট র্যাম, ৬ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে। জোড়া দিতে সময় লেগেছে পুরো ২ দিন। রিটাচ করা হয়েছে ফটোশপে।
ছবিটি ৩০০ পিপিআই প্রিন্ট করলে এর মাপ হয় ১৫৬ – ৩১ মিটার। একটা ফুটবল মাঠের চেয়ে অনেক বড়। এতবড় প্রিন্ট নিশ্চয়ই কখনো করা হবে না, তবে এপশন এর ১.৭ গিগাপিক্সেল ভার্শন প্রিন্ট করেছে যার মাপ চওড়া দিকে ১৫ মিটার।
ছবিটি দেখা যাবে এই ঠিকানায় http://www.70-billion-pixels-budapest.com/
No comments:
Post a Comment