থ্রিডি প্রযুক্তিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে আরেকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্যানাসনিক। তাদের এবারের আয়োজন থ্রিডি ইন্টারচেঞ্জেবল লেন্স। শুধুমাত্র লেন্স পাল্টে আপনার ক্যামেরাকে থ্রিডি ক্যামেরায় পরিনত করা যাবে। আপাতত তাদের জি-সিরিজের ক্যামেরার জন্য আনা হচ্ছে এই লেন্স।
বর্তমানে থ্রিডি ছবি বা ভিডিওর জন্য প্রয়োজন হয় দুটি লেন্স, দুটি সিসিডি অথবা প্যানোরমা সিষ্টেম। এই পদ্ধতিতে চলমান কিছুর ভিডিও করা অসুবিধেজনক। প্যানাসনিক এক লেন্সের যায়গায় দুটি অপটিক্যাল সিষ্টেম ব্যবহার করছে। তাদের অপটিক্যাল টেকনোলজি, ইমেজ প্রসেসিং, এবং লেন্সের ব্যারেল ডিজাইনের কারনে সরাসরি থ্রিডি রেকর্ড করতে কোন সমস্যা হবে না, এমনকি চলমান বস্তুর ক্ষেত্রেও।
এবছরই শেষদিকে এটা বাজারে আনার কথা জানানো হয়েছে।
No comments:
Post a Comment