পকেট সাইজ ক্যামেরা আছে অনেকেরই, ফ্লিপ ডিজিটাল থেকে শুরু করে ক্রিয়েটিভ পর্যন্ত। এবার প্যানাসনিকও সেই দলে যোগ দিল তাদের প্রথম পকেট সাইজ ক্যামেরা টিএ১ এনে। এতে ফুল হাই ডেফিনিশন ১৯২০-১০৮০ ভিডিও রেকর্ড করা যাবে। কম্পিউটারে লাগিয়ে উচুমানের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে, স্কাইপি ব্যবহার করা যাবে। সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করা যাবে। ম্যাকের আইফ্রেম ফরম্যাট সাপোর্ট করবে।
২.০৯-০.৭০-৪.০৯ ইঞ্চি মাপের এই ক্যামেরা হাতের মধ্যে রেখে ব্যবহার করা যাবে। এর ব্যবহার একেবারেই সহজ। একেবারে স্পষ্টভাবে রয়েছে পাওয়ার, প্লে, রেকর্ড, ষ্টিল ফটো, এলইডি লাইট এবং ডিলিট বাটন। বিভিন্ন সেটিং সিলেক্ট করার জন্য সেন্টারপ্যাড রয়েছে।
এতে ষ্টিল ছবি উঠানো যাবে ৮ মেগাপিক্সেল পর্যন্ত। ষ্টোরেজ হিসেবে এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে।
এর ২ ইঞ্চি এলসিডি মনিটর ব্যবহার করে ক্যামেরাতেই ভিডিও এডিট করা যাবে। ভিডিও থেকে ষ্টিল ছবি পৃথক করা যাবে। এছাড়া ইউএসবি পোর্টে কম্পিউটারের সাথে লাগিয়ে বাকি কাজ তো করা যাবেই।
তিনটি ভিন্ন ভিন্ন রঙে ক্যামেরাটি পাওয়া যাবে আগষ্ট থেকে। দাম ১৭০ ডলার।
তিনটি ভিন্ন ভিন্ন রঙে ক্যামেরাটি পাওয়া যাবে আগষ্ট থেকে। দাম ১৭০ ডলার।
No comments:
Post a Comment