তাইওয়ানের কোম্পানী এইচটিসি জানিয়েছে তারা চায়না মোবাইলের সাথে এক চুক্তির মাধ্যমে চীনে এইচটিসি মুলনামে তাদের হ্যান্ডসেট বিক্রি করতে যাচ্ছে। তাদের বক্তব্য, তাদের পন্যের নাম ইতিমধ্যেই চীনে যথেষ্ট পরিচিত কাজেই বিক্রিতে কোন সমস্যা নেই। প্রথম সেট হিসেবে এইচটিসি ওয়াইল্ডফায়ার বিক্রি করতে যাচ্ছে তারা। এছাড়া এইচটিসি ডিজায়ারও বিক্রি করা হবে।
এইচটিসি মাত্রই ঘোষনা করেছে তারা ডিসপ্লে হিসেবে এমোলেড এর পরিবর্তে সুপার-এলসিডি ব্যবহার করতে যাচ্ছে। তারপরই এই খবর দেয়া হল।
চায়না ইউনিকম তাদের ওয়াইল্ডফায়ার এবং ডিজায়ার বিক্রি করবে। এছাড়া চীনের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা গোম এর সাথেও চুক্তি হয়েছে তাদের হ্যান্ডসেট বিক্রির বিষয়ে।
No comments:
Post a Comment