সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ড এর ২০১০ ষ্টুডেন্ট ফোকাস বিভাগের বিজয়ীর নাম ঘোষনা করা হয়েছে। আর্জেন্টিনার এসকুয়েলা আর্জেন্টিনা ডি ফটোগ্রাফিয়া-র ছাত্র ভিক্টোরিয়া এবং রডরিগো ২০১০ সালের পুরস্কার জিতেছেন। প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমান ৪৫ হাজার ইউরো। ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ জন এই পুরস্কার পাবে।
২০১০ এর প্রতিযোগিতার বিষয় ছিল ৬টি ধারাবাহিক ছবির মাধ্যমে পাওয়ার (শক্তি) তুলে ধরা। বিজয়ীরা তাদের ছবিকে পাওয়ার হিসেবে পানিকে উল্লেখ করেছে। তাদের ছবির বিষয় আর্জেন্টিনার ভিলা এপেকুয়েন নামে একটি শহর। ১৯৮৫ সালে বন্যায় পুরো শহর ডুবে যায়। যখন পানি কমে আসে তখন দেখা যায় সেই লবনাক্ত পানি ব্যবহার করলে রোগ সারে। সারা বিশ্বের মানুষ সেখানে বেড়াতে যায় এবং তারা শহরটিকে পবিত্র যায়গা মনে করে।
এদিকে ২০১০ সালের বিজয়র নামের পাশাপাশি ২০১১ সালের ষ্টুডেন্ট ফোকাস প্রতিযোগিতার ঘোষনাও দেয়া হয়েছে। এসম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইটে
No comments:
Post a Comment