ইন্টেল তাদের ৬-কোর আই৭-৯৭০ প্রসেসর বিক্রি শুরু করেছে। ৩.২ গিগাহার্টজ এই প্রসেসর নিয়ে বেশ কিছুদিন থেকে গুজব শোনা যাচ্ছিল। এতে সাধারনভাবে ৩.২ গিগাহার্টজ এর সাথে টার্বো বুষ্ট মোড কাজ করবে।
৩২ ন্যানোমিটার গালফটাউন আর্কিটেকচারে তৈরী এই প্রসেসরে ক্যাশ মেমোরী রয়েছে ১২ মেগাবাইট। সেইসাথে ট্রিপল চ্যানেল ডিডিআর৩ মেমোরী কন্ট্রোলার।
ইন্টেল নিজে এই চিপের কথা জানায়নি। বৃটেনের একটি ওয়েবসাইট থেকে বিক্রি করা হচ্ছে। দাম ৯০০ ডলার।
No comments:
Post a Comment