বছরের দ্বীতিয় ত্রৈমাসিক হিসেব প্রকাশ করছে বিভিন্ন কোম্পানী। এই ৩ মাসে বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা নোকিয়া বিক্রি করেছে ১২৮৪ কোটি ডলারের। এই পরিমান আগের ৩ মাসের তুলনায় ৫ ভাগ বেশি, আগের বছরের তুলনায় ১ ভাগ বেশি। তারপরও ফোনের দাম কমে যাওয়ায় সত্যিকারের লাভ কমে গেছে। আগের ৩ মাসের তুলনায় কমার পরিমান ২৩ ভাগ, আগের বছরের তুলনায় ১৬ ভাগ।
আগের ৩ মাসের সেটের গড় দাম ২৩২ ডলার থেকে কমে দাম দাড়িয়েছে ১৮৪ ডলারে। দাম কমার পরিমান ২১ ভাগ।
একই সময়ে এপল রেকর্ড পরিমান বিক্রি এবং লাভ করেছে। উইন্ডোজ ৭ এর কল্যানে মাইক্রোসফটের লাভের পরিমানও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
No comments:
Post a Comment