নতুন ভার্শনের উইনএম্পে ওয়েবএম ভিডিও ফরম্যাট সাপোর্ট যোগ করা হয়েছে। ওয়েব-এম হচ্ছে এইচটিএমএল৫ ভিত্তিক ভিডিও ফরম্যাট যা ফ্লাশের পরিবর্তে ব্যবহার করা হয়। এই ফরম্যাট নিয়েই এপল-এডবি বিরোধ তুঙ্গে। ওয়েবএম এর একটি বড় বৈশিষ্ট এটি ওপেনসোর্স। কোন প্লাগ-ইন ব্যবহার না করেই উচু মানের ভিডিও ব্যবহার করা যায় এতে।
উইনএম্প সম্পর্কে নতুন প্রজন্ম হয়ত ততটা খবর রাখেন না। এমপিথ্রি প্লেয়ার হিসেবে নতুন যুগের সুচনা করেছিল এই সফটঅয়্যার। ভার্শন ৫.৫৮ এ অন্যান্য ভিডিও ফরম্যাটের সাথে নতুন এই সুবিধে যোগ করা হয়েছে।
No comments:
Post a Comment