দশক দুয়েক আগে কম্পিউটার ব্যবহারকারীর কাছে ২৫৬ মেগাবাইট র্যাম ছিল স্বপ্নের বিষয়। বর্তমানে অনায়াসে আপনি গিগাবাইট মেমোরী লাগাতে পারেন একটি মডিউল ব্যবহার করেই। কিন্তু তাই বলে মেমোরী মডিউলে পুরো কম্পিউটার!
কলিব্রির তৈরী টেগরা টি২০ দেখতে সাধারন মেমোরী মডিউলের মত হলেও আসলে পুরোপুরি কম্পিউটার। এতে রয়েছে ডুয়াল কোর ১ গিগাহার্টজ প্রসেসর। এতে ব্যবহার করা যাবে টাচস্ক্রিনসহ ১০৮০পি ফুল হাই ডেফিনিশন ভিডিও। এমনকি থ্রিডি রেন্ডারিং সহ ১৬৮০-১০৫০ এলসিডি ব্যবহার করা যাবে।
এনভিডিয়ার কোর্টেক্স এ৯ প্রসেসর ব্যবহার করে এটা তৈরী করা হয়েছে। ২৫৬ মেগাবাইট র্যাম এবং ১ গিগাবাইট ফ্লাশ সহ এর শক্তি ব্যবহার ২ ওয়াট। এতে ক্যামেরা, ইউএসবি, ১০/১০০ ইথারনেট, অডিও এবং ইনফ্রারেড সহ সাধারনভাবে ব্যবহৃত সব ধরনের কানেকটিভিটি ব্যবহার করা যাবে।
এবছরই পরীক্ষামুলকভাবে এর নমুনা ছাড়া হবে।
No comments:
Post a Comment