নোকিয়া তাদের এস৪০ সেটের সাথে অপেরা মিনি ব্রাউজার ইনষ্টল করে দিচ্ছে বেশ কিছুদিন ধরেই। সেটা শেষ হওয়ার সময় এসেছে। নোকিয়া বেটা ল্যাব এস৪০ এর জন্য অভি ব্রাউজার তৈরী করেছে।
এটা কাজ করে অপেরা মিনির মতই। কাষ্ট সার্ভার পেজকে ওপেন করে, তাকে কম্প্রেস করে, এরপর হ্যান্ডসেটে পাঠায়। অপেরা মিনি একাজই করে।
ব্রাউজারটি এখনও বেটা পর্যায়ে রয়েছে। আপাতত এটা দেখতে একেবারেই অপেরা মিনির মত। বেটা হিসেবে কিছু ফিচার এতে পাওয়া যাবে না, আশা করা যায় ফাইনাল ভার্শনে সেগুলি যোগ করা হবে। আপাতত এটা ৯০% দ্রুত পেজ লোড করে, ইউআরএল এবং ফর্ম অটোফিলিং রয়েছে, ইয়াহু-গুগল-বিং সার্চ ইঞ্জিন কাজ করে, বুকমার্ক ব্যবহার করা যায়।
যদি পরীক্ষা করতে চান তাহলে মোবাইল ফোন থেকে ওপেন করুন browser.ovi.com
যে সেটগুলিতে ব্যবহার করা যাবে সেগুলি হচ্ছে 2700 classic, 2730 classic, 3120 classic, 3600 slide, 5130 XM, 5220 XM, 5310 XM, 5330 XM, 5330 TV edition, 5610, 6300i, 6303, 6500 slide, 6500 classic, 6600 slide, 6700 classic, 7210 supernova, 7900 prism, X3 ইত্যাদি।
No comments:
Post a Comment