ইউটিউবের সাথে যাদের বানিজ্যিক সম্পর্ক রয়েছে তারা এমন অনেক সুবিধে পান যা বিনামুল্যের ব্যবহারকারীরা পান না। যার একটি হচ্ছে বেশী সময়ের ভিডিও আপলোড করা। এখন বিনামুল্যের ব্যবহারকারীদের জন্য সময়সীমা ৫০% বাড়ানো হয়েছে। আগে ১০ সর্বোচ্চ মিনিট ভিডিও ব্যবহার করা যেত, এখন ব্যবহার করা যাবে ১৫ মিনিট।
অবশ্য একথা ঠিক যে ব্যবহারকারীরা এধরনের সীমাবদ্ধতার কারনে থেমে থাকেন না। ভিডিওকে ভাগ ভাগ করে ব্যবহার করেন। নতুন ব্যবস্থায় ভাগের সংখ্যা হয়ত কমে আসবে।
No comments:
Post a Comment