চীনের সেন্সর ব্যবস্থার প্রতিবাদে সেখানে কাজ বন্ধ করার কথা জানিয়ে বিরোধ তুঙ্গে তুলে আনে গুগল। একসময় গুগলের চীন থেকে সরে যাওয়ার মত পরিস্থিতি তৈরী হয়। বর্তমানে অতিরিক্ত ক্লিক করে সার্চের ফলকে চীন থেকে হংকং-য়ে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করে গুগল। কাজেই তারা এখন বলতেই পারে সেন্সরবিহীন সার্চের ব্যবস্থা তারা কাজ করেছে।
অন্যদিকে হংকং-এর সার্চের ফলও চীনের ফায়ারওয়ালের নিয়ন্ত্রনে। কাজেই তারা আগের মত কাজ করে যেতেই পারে। দুপক্ষই খুশি থাকলেও বাস্তবে উল্লেখ করার মত কোন পরিবর্তন হয়েছে কিনা বলা কঠিন।
No comments:
Post a Comment