গ্রাফিক ডিজাইনার কিংবা ডিজিটাল আর্টিষ্টের কাছে গ্রাফিক ট্যাবলেট অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। এক্ষেত্রে সকলের আগে নাম করতে হয় ওয়াকমের। নানা আকারের নানা ধরনের ট্যাবলেট রয়েছে তাদের। সৌখিন থেকে শুরু করে পেশাদার সকলের জন্য। তাদের ইনটুওস৪ এর অয়্যারলেস ভার্শন বাজারে ছাড়ার কথা জানিয়েছে তারা।
সাধারন ট্যাবলেটের মধ্যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্স-লার্জ ইত্যাদি বেশ কয়েকটি আকারে তাদের ট্যাবলেট পাওয়া যায়। অয়্যারলেস ভার্শন পাওয়া যাবে একটিমাত্র আকারের, ৮-৫ ইঞ্চি (২০৩.২ – ১২৭ মিমি), সাধারন মিডিয়াম সাইজের সমান। কাজের দিক থেকে অবশ্য ইউএসবি ভার্শনের সাথে অয়্যারলেস ভার্শনে কোন পার্থক্য নেই। মুলত কাজের পরিবেশের জন্যই সহায়ক হতে পারে এটা।
ফটোশপ সহ এধরনের অধিকাংশ সফটঅয়্যারের সাথে ব্যবহার উপযোগি এই ট্যাবলেটের দাম ৪০০ ডলার।
No comments:
Post a Comment