বিশ্বের বড়বড় প্রায় সব কোম্পানীই ট্যাবলেট পিসি বাজারে আনার কাজ করে যাচ্ছে। পিছিয়ে নেই ভারতও। তাদের অলিভ টেলিকম ভারতের প্রথম ৩.৫জি এন্ড্রয়েড (আপাতত ২.১) পিসির কথা জানিয়েছে। অলিভ প্যাড ভিটি১০০ নামের এই ট্যাবলেট পিসিতে ব্লুটুথ, ওয়াইফাই, এসডি কার্ড স্লট, ৫১২ মেগাবাইট মেমোরী, ৫১২ মেগাবাইট রম, ৩.৫ মিমি অডিও জ্যাক, ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ইউএসবি সকেট সবকিছুই রয়েছে।
৭ ইঞ্চি ডিসপ্লের রেজ্যুলুশন ৮০০-৪৮০। ভিডিও কলের জন্য সামনের দিকে ক্যামেরা রয়েছে। এতেও সন্তুষ্ট না হলে আরো রয়েছে ভয়েস ব্যবহারের সুযোগ। ফলে একে সবচেয়ে বড় স্মার্টফোনও বলতে পারেন। আগামী মাসেই এটা ভারতে বিক্রি শুরু হবে ২০ হাজার থেকে ২৫ হাজার রুপি দামে। এরপর আমেরিকা ছাড়াও রাশিয়া এবং ইউরোপের বাজারেও দেখা যেতে পারে।
No comments:
Post a Comment