বর্তমানে সুপারজুম ক্যামেরার তালিকায় প্যানাসনিকের এফজেড-৩৫/৩৮ জনপ্রিয়তার শীর্ষে। তাকে আরো উন্নত করে নতুন মডেলের ঘোষনা দিয়েছে তারা। এফজেড-৪৫ এ উল্লেখযোগ্য পরিবর্তন অবশ্যই এতে জুম রেঞ্জ বাড়ানো হয়েছে। এর ২৪এক্স জুম ২৫-৬০০ মিমি পর্যন্ত কাজ করবে (আগের মডেল ছিল ১৮ এক্স)। সেইসাথে সেন্সরকে ১৪.১ মেগাপিক্সেল করা হয়েছে, ১২৮০-৭২০ এভিসিএইচডি লাইট মোডে ভিডিও করা যাবে। এছাড়া সনিক স্পিড অটোফোকাস, ম্যানুয়েল কন্ট্রোলের উন্নতি, ইন্টেলিজেন্ট অটো মোডের উন্নতি ইত্যাদি পরিবর্তন আনা হয়েছে।
এই ক্যামেরায় ইমেজ প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়েছে ভেনাস ইঞ্জিন এইচডি ২। বলা হচ্ছে এর ফলে এমনকি ডিজিটাল জুম ব্যবহজার করে ৩২এক্স জুমে অপটিক্যাল জুমের মানের ছবি পাওয়া যাবে।
ম্যানুয়েল কন্ট্রোল আরো সহজে ব্যবহারের জন্য জগ-ডায়াল আনা হয়েছে। ৩ ইঞ্চি ডিসপ্লের এই ক্যামেরায় ব্যাটারীর কর্মদক্ষতাও বাড়ানো হয়েছে। একচার্জে ৫৮০টি ছবি উঠানো যাবে।
আগের এসডিএইচসি কার্ডের পাশাপাশি এতে এসডিএক্সসি কার্ড ব্যবহার করা যাবে।
আগষ্টের শেষদিকে এটা বাজারে পাওয়া যাবে। দাম ৪০০ ডলার।
No comments:
Post a Comment