আপনার ল্যাপটপ কিংবা পিসি যদি কয়েক মাস পুরনোও হয় তাহলে খুবই সম্ভাবনা সেখানে ইউএসবি ৩.০ পোর্ট নেই। কাজেই ইউএসবি ৩.০ এর দ্রুতগতির সুবিধে পাচ্ছেন না। বিকল্প হিসেবে ট্রেন্ডনেটের ইউএসবি ৩.০ এডাপটার ব্যবহার করে আপনি সেখানেই ৪.৮ গিগাবিট/সে গতি পেতে পারেন। ল্যাটপটের জন্য এডাপটারে রয়েছে দুই পোর্টের এক্সপ্রেস কার্ড মডিউল এবং পিসির জন্য ২ পোর্টের পিসিআই এক্সপ্রেস এডাপটার।
ল্যাপটপের এডাপটারকে সরাসরি এক্সপ্রেস কার্ড স্লটে ব্যবহার করা যাবে। আর পিসির জন্য ফাকা পিসিআই-এক্সপ্রেস স্লটে লাগাতে হবে। সাধারনত এধরনের ৩টি স্লট মাদারবোর্ডে থাকে।
এডারটারটি ব্যাকওয়ার্ড কম্পাটিবল। কাজেই এতে ইউএসবি ২.০ ডিভাইসও ব্যবহার করা যাবে।
ইউএসবি ৩.০ এর প্রথম সুবিধে হচ্ছে আশ্চর্য্যজনক গতি। আরেকটি বৈশিষ্ট হচ্ছে এর দ্বিমুখি কর্মক্ষমতা। একই সময়ে দুদিকেই ডাটা ট্রান্সফার করতে পারে, ফলে সময় প্রয়োজন হবে ইউএসবি ২.০ এর তুলনায় অর্ধেক।
ল্যাপটপের জন্য এডাপটার TU3-H2EC এর দাম ৬৩ ডলার, পিসির জন্য TU3-H2PIE এর দাম ৫১ ডলার।
No comments:
Post a Comment