সাইবারলিংক কর্পোরেশন তাদের দ্রুতগতির মিডিয়া কনভার্শন সফটঅয়্যার মিডিয়া শো এসপ্রেসো এর নাম পরিবর্তন করে মিডিয়াএসপ্রেসো ৬ নামে রিলিজ দিয়েছে। এতে যে কোন ফরম্যাটের ভিডিও, ছবি, অডিও ফাইন কনভার্ট করা যায়। বিভিন্ন ধরনের স্মার্টফোন, আইফোন, এন্ড্রয়েড থেকে শুরু করে আইপড, আইপ্যাড এমনকি এক্সবক্স, প্লেষ্টেশন সব ফরম্যাটই ব্যবহার করা যায় এতে। এছাড়া ট্রুথিয়েটার টেকনোলজি নামে বিশেষ প্রযুক্তি যোগ করা হয়েছে যা ভিডিওর মানকে উন্নত করবে।
এই ভার্শন প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসর দুইই ব্যবহার করে, ফলে কাজ হয় দ্রুত। ইন্টেলের নতুন কোর প্রসেসর, এনভিডিয়া কিউডা এবং এটিআই ষ্ট্রিম এর জন্য বিশেষভাবে অপটিমাইজ করা এই সফটঅয়্যারকে বলা হচ্ছে কনজুমার লেভেলে সবচেয়ে দ্রুতগতির। এর ব্যবহার খুব সহজ। এখান থেকে ভিডিওকে সরাসরি ইউটিউব, ফেসবুকে সরাসরি আপলোড করা যায়।
এর দাম ৪০ ডলার।
No comments:
Post a Comment