অন্যভাবে বলা যেতে পারত, এটিআই ছাড়িয়ে গেছে এনভিডিয়াকে। বাস্তবে বিষয়টি একই কারন এটিআই এর বর্তমান মালিকানা এএমডির।
নিশ্চয়ই বুঝে গেছেন কথা হচ্ছে গ্রাফিক্স চীপ নিয়ে। বিশ্বের প্রধান নির্মাতাদের মধ্যে এই দুজনার প্রতিদ্বন্দিতা ক্রমেই জোরালো হচ্ছে। এবছর তৈমাসিক হিসেবে দ্বিতীয় ভাগে দুজনার অবস্থা এএমডির পক্ষে ৫১, এনভিডিয়ার ৪৯। যেখানে গতবছর এনভিডিয়া ৫৯ ভাগ এবং এএমডি ৪১ ভাগে অবস্থান করছিল।
পুরো বাজারের হিসেবে অবশ্য ইন্টেলের তুলনা নেই। বাজারে তাদের অংশ ৫৪.৩ ভাগ। এএমডি ২৪.৫ ভাগ এবং এনভিডিয়া ১৯.৮ ভাগ। গতবছর এনভিডিয়া এবং এএমডির ক্ষেত্রে এই মান ছিল ২৯.৬ এবং ১৮.২।
কত পরিমান গ্রাফিক চীপ সরবরাহ করা হয়েছে সেই তথ্য বিশ্লেষন করে এই তথ্য জানিয়েছে বাজার গবেষনা প্রতিষ্ঠান মার্কারী রিসার্চ।
No comments:
Post a Comment