প্যানাসনিকের প্রফেশনাল লেভেলের থ্রিডি ভিডিও ক্যামেরা পাওয়া যায় অনেকদিন থেকেই। শোনা যাচ্ছিল সাধারন ব্যবহারকারীদের জন্য কনজুমার লেভেলের থ্রিডি ক্যামেরা আনতে যাচ্ছে তারা। সেসম্পর্কে আরো তথ্য পাওয়া গেছে। তাদের ক্যামেরার নাম এইচডিসি-এসডিটি৭৫০। বিশ্বের প্রথম থ্রিডি শ্যুটিং ক্যামকোর্ডার বলে উল্লেখ করা এই ক্যামেরার আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হবে ২৮ জুলাই।
যতদুর জানা গেছে এটা তাদের এইচডিসি-এইচএস৭০০ মডেলের ক্যামকোর্ডারের মত, সাথে থ্রিডি কনভার্শন লেন্স রয়েছে। এতে ১০৮০পি ৬০ফ্রেম/সে ভিডিও রেকর্ড করা যাবে এভিসিএইচডি ফরম্যাটে। হাইব্রিড ওআইএস ইমেজ ষ্ট্যাবিলাইজেশন প্রযুক্তি রয়েছে।
আপাতত এটুকুই জানা গেছে।
No comments:
Post a Comment