থ্রিডি দেখার জন্য চশমা প্রয়োজন হবেনা এধরনের প্রযুক্তির কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন থেকে। সবশেষ খবর, এমএসআই অন্যদের থেকে এবিষয়ে এগিয়ে রয়েছে। এই সেপ্টেম্বরেই তারা এমন থ্রিডি ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে যেখানে থ্রিডি দেখার জন্য একটিভ সাটার গ্লাস প্রয়োজন হবে না। এতে এনভিডিয়া থ্রিডি ভিশন ব্যবহার করা হয়েছে। মুলত ডায়নামিক ডিজিটাল ডেপথ এর ট্রাইডেফ থ্রিডি সফটঅয়্যার ২ডি ইমেজকে থ্রিডি ইমেজ করে দেখাবে।
বর্তমানে ব্যবহারকারীকে বেশি শক্তির একটিভ সাটার গ্লাস ব্যবহার করতে হয় থ্রিডি দেখার জন্য। এই ব্যবস্থায় কম দামের পোলারাইজড গ্লাস ব্যবহার করা যাবে। সবকিছু মিলিয়ে দাম হবে ১০০০ ডলারের নিচে।
সুত্র ডিজিটাইমস।
No comments:
Post a Comment