ফুজিফিল্মের ফাইনপিক্স এফ৩০০০ইএক্সআর ক্যামেরা এমন কিছু বৈশিষ্ট রয়েছে যা ডিজিটাল এসএলআর ক্যামেরায় দেখা যায়। এতে তাদের নতুন তৈরী সুপার সিসিডি ইএক্সআর ইমেজ সেন্সরের সাথে ফেজ ডিটেকশন অটোফোকাস যোগ করা হয়েছে। সেন্সর নিজেই এই ফোকাসের কাজ করায় খুব দ্রুত ফোকাস করা সম্ভব হবে। সঠিকভাবে উল্লেখ করলে ০.১৫৮ সেকেন্ডে। সাধারনভাবে কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস থেকে অনেক দ্রুত।
ছোট আকারের এই ক্যামেরায় ১৫ এক্স অপটিক্যাল জুম (২৪-৩৬০ মিমি) ফুজিনন লেন্স রয়েছে। ইমেজ সেন্সর ১২ মেগাপিক্সেল। ক্যামেরার পুরুত্ব মাত্র ০.৯ ইঞ্চি।
এতে সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন রয়েছে। ষ্টিল ছবি অথবা ভিডিও দুই মোডেই তা কাজ করবে। প্যানোরমা মোড ব্যবহার করে ৩৬০ ডিগ্রী ছবি উঠানো যাবে। বিভিন্ন ধরনের সিন মোড ছাড়াও এপারচার, সাটার স্পিড এবং ম্যানুয়েল মোড রয়েছে। এর ডিসপ্লে ৩ ইঞ্চি। ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিওর জন্য এসডি/এইচডিএমআই পোর্ট রয়েছে।
আগষ্ট থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে। দাম ৩৩০ ডলার।
No comments:
Post a Comment