মোবাইল ফোন, ক্যামেরা অথবা অথবা অন্য ডিভাইসগুলি চার্জ করার জন্য ব্যবহারকারীকে নানারকম সমস্যার মুখে পড়তে হয়। একাধিক ডিভাইসের জন্য একাধিক চার্জার, কেবল ইত্যাদি। এই সমস্যা সমাধানে তারের সংযোগ ছাড়াই সব ডিভাইসকে চার্জ করার যন্ত্র তৈরীতে একমত হয়েছে অয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (ডব্লিউপিসি)। বর্তমানে এধরনের চার্জিং এর ব্যবস্থা থাকলেও প্রতিটি ডিভাইসের জন্য বিশেষ চার্জার প্রয়োজন হয়। এদেরকে একই ষ্টান্ডার্ডে আনায় একই চার্জারে একসংগে অনেকগুলি ভিন্ন ভিন্ন ডিভাইস চার্জ করা সম্ভব হবে।
কিউ-আই লো পাওয়ার ষ্ট্যান্ডার্ডে ৫ ওয়াট পর্যন্ত অয়্যারলেস পাওয়ার ট্রান্সফার করা যায়। অধিকাংশ ডিভাইসের জন্য এটা যথেষ্ট। বর্তমানে ইউএসবি পোর্টে ২.৫ ওয়ার্ট ব্যবহার করে এগুলি চার্জ করা হয়।
এই ষ্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরী ডিবাইসে কিউ-আই লোগো থাকবে যা দেখে ব্যবহারকারী সহজে শনাক্ত করতে পারবেন। আগষ্ট থেকেই ডব্লিউপিসি বিভিন্ন ডিভাইস সার্টিফিকেশনের কাজ শুরু করবে।
No comments:
Post a Comment