এর ১৮ এক্স ফুজিনন লেন্স ব্যবহার করে ২৮মিমি ওয়াইড এঙ্গেল থেকে ৫০৪ মিমি টেলিফটো পর্যন্ত ছবি উঠানো যাবে। এছাড়া এতে ইনষ্ট্যান্ট জুম নামে একটি ফিচার রয়েছে যা ব্যবহার করে ওয়াইড এঙ্গেলেও দুরের বস্তুর নির্দিষ্ট অংশ তুলতে পারবেন।
অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে স্মাইল/ব্লিংক ডিটেকশন, ট্রাকিং অটোফোকাস, মোশন প্যানোরমা মোড, অটো ষ্টিচ, অটোমেটিক সিন রিকগনিসন, অটো পিকচার রোটেশন ইত্যাদি ফিচার।
এর ডিসপ্লে ৩ ইঞ্চি। ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন স্পষ্ট ছবি পেতে সাহায্য করবে। অটোমেটিক রেড-আই রিমোভাল ছোখের লাল দাগের সমস্যা দুর করবে। মুল এবং সংশোধন করার পরের ছবি দুটিই সেভ করে রাখবে।
সেপ্টেম্বরের শুরু থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।
No comments:
Post a Comment