January 31, 2010

মোবাইল ফোন বন্ধ করে দুর্ঘটনা কমেনি Distracted driving laws don't stop crashes

গাড়ি চালনার সময় মোবাইল ফোন ব্যবহার করা, টেক্সট মেসেজ ব্যবহার ইত্যাদি সড়ক দুর্ঘটনার কারন বলে মনে করা হয়। এজন্য আইন করা হয়েছে, সড়ক জুড়ে একাজ না করার জন্য বড় বড় শতর্কবানী লাগানো হয়েছে। এখন ফলাফল জড়িপ করে বলে হচ্ছে এরফলে দুর্ঘটনা কমেনি। আমেরিকায় ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, কানেকটিকাট এবং ওয়াশিংটনের আগের এবং বর্তমানের বীমার আবেদনের তথ্য থেকে এই ফল পাওয়া গেছে।
হাইওয়ে লস ডাটা ইনষ্টিটিউট এর তথ্য অনুযায়ী এই বিধিনিষেধের ফলে দুর্ঘটনাজনিত বীমার জন্য আবেদন কমেনি। মোবাইল ফোন ব্যবহারে দুর্ঘটনার সম্ভাবনা থাকে একথা তারা অস্বিকার করছে না। তবে বলছে এর প্রভাব সংখ্যায় প্রকাশ পায়নি। বলা হচ্ছে এধরনের বিধিনিশেধ চালককে হান্ডস-ফ্রি সেট ব্যবহারে উসাহি করছে যা সমান বিপজ্জনক।

January 30, 2010

এপল আইপ্যাডের নামে অভিযোগ Apple's IPad Marketing Sparks Complaint to FTC

এপল আইপ্যাড ঘোষনা করেছে মাত্র দুদিন আগে। এরই মধ্যে তার নামে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের কাছে অভিযোগ করেছে একজন। তার অভিযোগ এপল আইপ্যাডে ফ্লাশ প্লেয়ার কাজ করে দেখিয়ে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছে। এপল প্রধান ষ্টিভ জবস আইপ্যাডের প্রদর্শনীতে একটি আইপ্যাড ব্যবহার করে দেখান। সেখানে এপলের ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওয়েব পেজ দেখানো হয়েছে। আর বিপত্তি বেধেছে সেখানেই।

গুগল ইন্টারনেট এক্সপ্লোরার ৬ বাদ দিচ্ছে Google phasing out support for IE6

আপনি যদি গুগল ব্যবহার করেন, আরো নির্দিষ্টভাবে গুগল ডকস কিংবা গুগল সাইট সার্ভিস ব্যবহার করেন তাহলে আপনাকে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ ত্যাগ করতে হবে। মার্চের ১ তারিখ থেকে গুগল ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এর জন্য কোন সেবা দেবে না। আপনাকে কমপক্ষে ভার্শন ৭ ব্যবহার করতে হবে।

স্যামসাং এর থ্রিডি ক্যামেরা Samsung 3D camera

এবছর হবে থ্রিডির বছর, বহুবার বলা হয়েছে একথা। তারপরও মনে হতে পারে অনেক কিছুই হয়ত ধীরগতিতে চলছে। থ্রিডি ক্যামেরা বলতে এখনও একমাত্র ফুজিফিল্ম ফাইনপিক্স রিয়েল থ্রিডি ডব্লিউ ১।
এই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে দ্রুতই। স্যামসাং তাদের থ্রিডি ক্যামেরার প্রোটোটাইপ দেখিয়েছে। কাজেই অল্পকিছুদিনের মধ্যেই তাদের থ্রিডি ক্যামেরার ঘোষনা আসছে।

ইন্টেল এবং এএমডি-র ৬ কোর প্রসেসর আসছে মে মাসে Intel and AMD six-core CPUs to come in May

জানা কথা একসময় এটা ঘটবে। একসময় ৬ কোর প্রসেসর ব্যবহার করা হবে। কতদিনে সেটাই ছিল প্রশ্ন। খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না, এবছর অর্ধেক পেরনোর আগেই ইন্টেল এবং এএমডি-র ৬ কোর প্রসেসর বাজারে পাওয়া যাবে। ডিজিটাইমস এই খবর দিয়েছে। 
প্রথম বাজারে আসবে ইন্টেলের Core i7-980X । মার্চেই এটা বাজারে আসার কথা। এর দাম ১ হাজার ডলার। 

ক্যাননের ৫ কোটি ইএফ লেন্স Canon celebrates production of 50 million EF lenses

১৯৮৭ সালে ইওএস সিরিজের অটোফোকাস লেন্স তৈরী শুরু করার পর আজ পর্যন্ত ৫ কোটি ইএফ লেন্স তৈরী করেছে ক্যানন। প্রথম ১ কোটিতে পৌছুতে তাদের সময় লেগেছিল সাড়ে ৮ বছর। ২০০৮ এর এপ্রিলে ৪ কোটিতে পৌছেছিল। এরপর বাকি দেড় বছরে আরো ১ কোটি বেড়েছে।

January 29, 2010

মাইক্রোসফটের রেকর্ড পরিমান লাভ Microsoft net profit hits record $6.66 bln

উইন্ডোজ ৭ রিলিজ হওয়ার পর সবকিছুরই বিক্রি বেড়েছে মাইক্রোসফটের। এরই ফল তাদের রেকর্ড পরিমান লাভ। ৩ মাসে সব খরচ বাদে তাদের লাভ ৬৬৬ কোটি ডলার। আর তাদের আয় রেকর্ড ১৯০২ কোটি ডলার। এই পরিমান আগের থেকে শতকরা ১৪ ভাগ বেশি।

বিশ্বে থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি The number of 3G customers worldwide hits 500 million

আজ থেকে ৮ বছর আগে জাপানের একটি মোবাইল অপারেটর এনটিটি ডোকোমো প্রথম থ্রিজি ব্যবহার সুচনা করেছিল। এরপর সারা বিশ্ব এই প্রযুক্তি ব্যবহার শুরু করে। গতকাল বিশ্বের থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছ। তুলনার জন্য বলা যায় টেলিফোন ব্যবহারের সংখ্যা এই পরিমান হতে সময় লেগেছিল ১০০ বছরের বেশি, আর টুজি মোবাইল এইপরিমান হতে সময় নিয়েছিল ১ দশকের বেশি।

এপল আই-প্যাডের নকল ! Chinese company pre-emptively clones iPad

এপলের আই-প্যাডকে গত কয়েক বছরের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তি মনে করছেন অনেকেই। কিন্তু সেটা বাজারে আসার আগেই কি চীনে এর নকল বের হয়েছে ? চীনের একটি ব্লগ একথাই জানাচ্ছে। এপলের অন্তত ৬ মাস আগে থেকেই হুবহু একইরকম যন্ত্র তারা বিক্রি করছে। আইফোনের চেয়ে বড় আকৃতির, দেখতে একই রকম যন্ত্রটি তৈরী করেছে সেনজেন গ্রেট লুং ইন্ডাষ্ট্রিয়াল কো। তাদের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, আমরা বুঝি না তারা (এপল) কেন আমাদের মত একই জিনিষ বানিয়েছে।

এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স আসছে ফেব্রুয়ারীতে Firefox (Fennec) for Android coming in February

ফেনেক নামে পরিচিত ফায়ারফক্সের মোবাইল ফোন ব্রাউজার আসছে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জন্য। ফেব্রুয়ারীতেই এর প্রথম বেটা পাওয়া যাবে। গত ডিসেম্বর থেকে এই নিয়ে বেশ তোড়জোর চলছে বলে জানা গিয়েছিল, এখন মজিলা বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে ফায়ারফক্স কম্পিউটারের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। মেমো অপারেটিং সিষ্টেমের জন্যও এটা ব্যবহৃত হচ্ছে (নোকিয়া এন-৯০০ এবং এন-৮০০)। উইন্ডোজ মোবাইলের জন্য একটি আলফা ভার্শনও রয়েছে। এই ঘোষনার ফলে এন্ড্রয়েড ব্যবহারকারীরাও স্বস্তি পাবেন সন্দেহ নেই।
এরপর কি ?
এপলের সাথে এর দেখা হতে হয়ত খুব দুরে নেই।
ফেনেক শব্দের অর্থ যদি না জানা থাকে তাহলে সেটাও জেনে নিন। এটা ছোট আকারের বিশেষ এক প্রজাতির শেয়ালের নাম।

January 28, 2010

অল্প দামের এমএসআই নেটবুক MSI Wind U135 and U130 netbooks

এমএসআই তাদের উইন্ড সিরিজের নতুন দুটি নেটবুক বাজারে ছেড়েছে। অল্প দামের এই ল্যাপটপ কম্পিউটারগুলিতে ইন্টেলের সর্বাধুনিক এটম প্রসেসর ব্যবহার করা হয়েছে, উইন্ডোজ ৭ ব্যবহার করা যাবে, বিল্টইন ওয়াইফাই, অপশনাল ওয়াইম্যাক্স কানেকটিভিটি রয়েছে।

এপল আই-প্যাড ঘোষনা করেছে Apple introduces new $499 iPad tablet computer

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এপল তাদের নতুন ট্যাবলেট কম্পিউটারের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছে। এর নাম আই-প্যাড। দাম ৪৯৯ ডলার। এপল প্রধান ষ্টিভ জবস গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোদণের সময় একে নতুন ধরনের প্রযুক্তি বলে উল্লেখ করেন। কারন এটা স্মার্টফোন কিংবা ল্যাপটপ না, দুইয়ের মাঝামাঝি কিছু।
আধা ইঞ্চি পুরু আই-প্যাড তাদের আইফোনের চেয়ে আকারে বড় কিন্তু দেখতে একই রকম। ওজন ১.৫ পাউন্ড। কাজ করবে টাচস্ক্রিন পদ্ধতিতে। এরসাথে ১৬, ৩২ অথবা ৬৪ গিগাবাইট ফ্লাশ মেমোরী দেয়া হবে। বিল্ট-ইন ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে।

ওরাকল হার্ডঅয়্যার ব্যবসা শুরু করছে Oracle buys Sun, becomes hardware company

ওরাকল সান মাইক্রোসিষ্টেমসকে কিনে নিচ্ছে একথা আগেই জানা গেছে ৭০০ কোটি ডলারেরও বেশি দামে সেই কেনাকাটার পর্ব শেষে ওরাকল জানাচ্ছে তারা হার্ডঅয়্যার ব্যবসাও করতে যাচ্ছে ব্যবহারকারীরা যেন সহজে সেবা পান সে লক্ষ্যে হার্ডঅয়্যার এবং সফটঅয়্যার প্যাকেজ হিসেবে বিক্রির পরিকল্পনা করেছে তারা এই পদক্ষেপকে নতুন যুগের সুচনা বলে মন্তব্য করছেন অনেকেই

ক্ষুদ্রাকার রেডিও/ক্ষুদ্রতম স্পিকার Motz MusicBox FM radio is probably the tiniest boombox

ছবি দেখে হয়ত ধারনা করা কঠিন এর আকার কত ছোট ৩৭-১৯-২৬ মিলিমিটার ওজন ১৭ গ্রাম কাঠের তৈরী এর বিশেষত্ব শুধু আকারেই নেই, কাজের দিক থেকে শক্তিশালী রেডিও জোড়ালো শব্দ সাধারন এমপিথ্রি প্লেয়ারকে হার মানায় অনায়াসে পকেটে করে বয়ে বেড়ানো যাবে এবং এফএম রেডিও শোনা যাবে তারচেয়েও বড় কথা, স্পিকার হিসেবে ব্যবহার করা যাবে এমপিথ্রি প্লেয়ারের সাথে

January 27, 2010

ফুজিফিল্মের মেগাজুম ক্যামেরা Fujifilm FinePix S2500HD megazoom camera

অনেকদিন থেকেই মনে করা হচ্ছিল ফুজিফিল্মের কাছ থেকে নতুন সুপারজুম ক্যামেরা পাওয়া যাবে। তারা সেই ক্যামেরার ঘোষনা দিয়েছে। ১৮-এক্স (২৮-৫০৪ মিমি) জুমের এই ক্যামেরায় ৭২০পি হাই ডেফিনিশন  ভিডিও রেকর্ড করা যাবে। তাদের আগের সুপারজুম ক্যামেরা থেকে এটা আকারে বেশ ছোট। এতে মেকানিক্যালি ষ্ট্যাবিলাইজড সিসিডি সেন্সর ব্যবহার করা হয়েছে ফলে বহু দুরের ছবি উঠালেও স্পষ্ট ছবি পাওয়া যাবে।

প্যানাসনিকের নতুন দুটি পকেট সুপারজুম ক্যামেরা Panasonic ZS5 and TS7

প্যানাসনিক তাদের জেড-এস সিরিজের নতুন দুটি ক্যামেরার ঘোষনা দিয়েছে। জেড-এস৭ এবং জেড-এস৫ দুটি মডেলেই রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, লেইকা ব্রান্ডের ১২-এক্স অপটিক্যাল জুম লেন্স। জেড-এস৫ মডেলে ২.৫ ইঞ্চি ডিসপ্লে আর জেড-এস৭ মডেলে ৩ ইঞ্চি ডিসপ্লে।

ভ্যালেন্টাইন উপলক্ষে বিশেষ নোকিয়া ফোন Nokia X6 and LG GD510 Pop go pink for Valentine's Day

ভালবাসা দিবস নামে পরিচিত ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নোকিয়া বিশেষ রঙের ফোন বিক্রির উদ্দ্যোগ নিয়েছে তাদের এক্স-৬ ফোনটি মিউজিক ভার্শন ছাড়ার কথা শোনা গেছে আগেই এতে ৩২ গিগাবাইটের বদলে ১৬ গিগাবাইট এবং সাদার ওপর গোলাপী রঙে পাওয়া যাবে বলে প্রচার পেয়েছিল এখন নিশ্চিত হওয়া গেছে সেটা আসলেই ১৬ গিগাবাইট মেমোরী সহ পাওয়া যাবে এতে বিনামুল্যে মিউজিক থাকছে না তবে গাড়িচালক এবং পথচারীদের জন্য বিনামুল্যের ভয়েস নেভিগেশন অভি ম্যাপ থাকবে সেটটি পাওয়া যাবে পুরো কালো, পুরো সাদা, সাদার ওপর গোলাপী এবং সাদার ওপর হলুদ রঙে

January 26, 2010

এএমডির ৫টি নতুন প্রসেসর AMD 5 new CPUs

প্রসেসরের জগতে ইন্টেল এবং এএমডির মধ্যে মুল প্রতিদ্বন্দিতা দাম নিয়ে। এএমডি ব্যবহারকারীরা সবসময়ই যতটা সম্ভব কম দামের প্রসেসর আশা করেন। এএমডি তাদের নিরাশ করছে না। তাদের মধ্যম মানের ৫টি নতুন প্রসেসর, এথলন ২ এবং ফেনম ২ এধরনের ব্যবহারকারীদের উদ্দেশ্য করেই তৈরী।
এদের মধ্যে দাম এবং পারফরমেন্সের বিচারে উল্লেখযোগ্য AMD Phenom II X2 555 Black Edition এবং AMD Athlon II X4 635AMD Phenom II X2 555 Black Edition এপর্যন্ত এএমডির তৈরী ডুয়েল কোর প্রসেসরের মধ্যে সবচেয়ে দ্রুতগতির। এর ক্লকস্পিড ৩.২ গিগাহার্টজ। এরপরও দাম মাত্র ৯৯ ডলার।

পেনট্যাক্সের ৩টি নতুন কম্প্যাক্ট ক্যামেরা Pentax: Three new Optio compacts

পেনট্যাক্স তাদের অপটিও সিরিজের ৩টি নতুন কম্প্যাক্ট ক্যামেরার ঘোষনা দিয়েছে। এদের একটি তাদের ই-সিরিজের প্রাথমিক ক্যামেরা, বাকি দুটি নতুন সিরিজ অপটিও এইচ এবং আই সিরিজের।
অপটিও ই-৯০ ক্যামেরায় রয়েছে ১০ মেগাপিক্সেল সেন্সর, ৩-এক্স জুম পেনট্যাক্স ব্রান্ড লেন্স, ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৬ মেগাবাইট বিল্ট ইন মেমোরী এবং এসডি/এসডিএইচসি কার্ড স্লট। দুটি এএ ব্যাটারীতে এটা কাজ করবে। দাম ১০০ ডলার।

হ্যাক করা নোকিয়ায় এন্ড্রয়েড Nokia N900 gets Android OS through a hack

নোকিয়া এন-৯০০ তাদের সেরা মোবাইল সেট, এর অপারেটিং সিষ্টেম মেমো একথা নিশ্চয়ই আপনার জানা মজার খবর হচ্ছে এতে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ব্যবহার করা সম্ভব একজন হ্যাকার একাজটি করে দেখিয়েছে এরফলে ডুয়াল বুট মোডে দুই অপারেটিং সিষ্টেম ব্যবহার করা যাবে

এওএল অনলাইন ভিডিও কোম্পানী ষ্টুডিও নাও কিনছে AOL buys online video company StudioNow

এওএল (আমেরিকা অনলাইন) জানিয়েছে তারা ইন্টারনেটে ভিডিওর প্রসার ঘটাতে ষ্টুডিও নাও নামের কোম্পানী কিনছে ৩ কোটি ৬৫ লক্ষ ডলারে ষ্টুডিও নাও একটি ওয়েব সাইট যারা গ্রাহকের চাহিদা অনুযায়ী ফ্রিল্যান্স ফিল্মমেকার দিয়ে ভিডিও তৈরীর কাজ করে এরফলে দুই কোম্পানী একত্রে কাজ করবে

January 25, 2010

ইতালী ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করছে Italy moves to impose Internet regulation

গুগল নিয়ন্ত্রনাধীন ইউটিউব, ফ্রান্সের ডেইলিমোশন ইত্যাদি জনপ্রিয় ভিডিও সাইট সহ অন্যান্য পন্যোগ্রাফিক এবং সহিংস ভিডিও থাকা ওয়েবসাইট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইতালী। বিভিন্ন আপত্তিকর ব্লগ এবং সংবাদমাধ্যমও এর আওতায় আনা হবে। এবিষয়ে একটি খসড়া আইন তৈরী করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকোনির নেতৃত্বে এটা হতে যাচ্ছে।

সনির প্লেষ্টেশন ৩ হ্যাক করা হয়েছে PlayStation 3 finally hacked

প্লেষ্টেশন ৩ বাজারে আসার ২ বছরের বেশি পার হলেও কেউ এটা হ্যাক করে সবকিছু নিজের মত করে নিতে পারেননি। না, এই দাবীর সময় পার হয়ে গেছে। এটা হ্যাক করে সকলের ব্যবহারের উপযোগি করা হয়েছে। আর এটা করেছেন জিওহট। তার নামটি মনে আছে নিশ্চয়ই, এপলের আইফোন এবং আইপড যিনি হ্যাক করে সকলের ব্যবহার উপযোগি করেছেন তিনিই।

নোকিয়ার বিনামুল্যের ভয়েস নেভিগেশন Nokia smartphones with free voice-guided navigation


নোকিয়া তাদের সবগুলি স্মার্টফোনের জন্য বিনামুল্যের ভয়েস নেভিগেশন সেবা দেয়ার ঘোষনা দিয়েছে এজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের ওভি ম্যাপের নতুন ভার্শন ৩.৩ ডাউনলোড করে ইনষ্টল করা এরপর পথ চলতে কোথায় কোনদিকে কতটুকু যেতে হবে, কোনদিকে ঘুরতে হবে সব জানা যাবে ফোন থেকেই অবশ্য এজন্য আপনার সেটে জিপিএস থাকতে হবে

January 24, 2010

ল্যাপটপের কাছে কি ডেস্কটপ বিদায় নিচ্ছে Toshiba new laptops with Intel Core i7 CPU

বিক্রির সংখ্যার হিসেবে ল্যাপটপের কাছে ডেস্কটপ প্রাধান্য হারিয়েছে বছরখানেক আগে। এখন প্রশ্ন উঠেছে ডেস্কটপের ব্যবহারের ভবিষ্যত নিয়ে। ল্যাপটপ যেভাবে এগোচ্ছে তাতে এপ্রশ্ন ওঠা ম্বাভাবিক। বিশেষ করে তোসিবার নতুন ল্যাপটপ ঘোষনা দেয়ার পর। তারা ইন্টেল কোর আই-৩, আই-৫, আই-৭ ইত্যাদি সব ধরনের প্রসেসরের ল্যাপটপ আনার ঘোষনা দিয়েছে।

মহাকাশে ইন্টারনেট Astronauts finally get Internet access in space

হাই-টেক বলতে আমরা বুঝিয়ে থাকি উচু মানের প্রযুক্তি এখন আক্ষরিক অর্থেই এই প্রযুক্তি উচ্চতায় পৌছেছে মহাশুন্যে থাকা নভোচারীর কাছে ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশন থেকে টিমোথি ক্রিমার মহাশুন্য থেকে টুইটারে বার্তা পাঠিয়েছেন এর আগে এধরনের বার্তা পাঠানোর জন্য তাদেরকে মিশন কন্ট্রোলে ই-মেইল পাঠাতে হত সেখান থেকে তারা বাকি কাজ করত

গেমের চোর – বাস্তবের চোর car thief caught playing Grand Theft Auto

তার বিরুদ্ধে অভিযোগ সে গাড়ি চুরি করেছে তারপর সেই গাড়ি এক যায়গায় থামিয়ে ভিডিও গেম খেলতে শুরু করেছে গেমের নাম গ্রান্ড থেফট অটো সেই অবস্থায় পুলিশ পাকড়াও করেছে তাকে এটা হলিউড সিনেমার গল্প না, বাস্তবে এটাই ঘটেছে

January 23, 2010

কেনকো টেলিকনভার্টার KENKO TelePlus PRO 300 AF 2.0X DGX Teleconverter

টেলিকনভার্টার লাগানো হয় এসএলআর ক্যামেরায় ক্যামেরা বডি এবং লেন্সের মাঝখানে। লেন্সের ফোকাল লেন্থকে গানিতিক হারে বৃদ্ধি করে এটা। যার অর্থ ২.০এক্স টেলিকনভার্টার আপনার ৩০০ মিলিমিটার লেন্সের ফোকাল লেন্থকে ৬০০ মিলিমিটারে পরিনত করে। একাজের জন্য নতুন টেলিকনভার্টার বাজারে এনেছে কেনকো।
সাধারনতভাবে ধরে নেয়া হয় টেলিকনভার্টার ব্যবহারের ফলে ছবির মানের তারতম্য হয়। এই লেন্সে মান ঠিক রাখার জন্য মাল্টি কোটেড ৭টি এলিমেন্ট দিয়ে। লেন্স তৈরী করেছে বিশ্বের সবচেয়ে বড় লেন্স নির্মাতা হয়া। টেলিপ্লাসে অটোফোকাস পুরোপুরি ব্যবহার করা যাবে (এজন্য যথেষ্ট আলো প্রয়োজন হয়। অল্প আলোতে ম্যানুয়েল ফোকাস প্রয়োজন হতে পারে)।

চীনে গুগলের বদলে বাইডু Motorola offers Baidu search

মটোরোলা জানিয়েছে তারা চীনের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের মোবাইল ফোনে গুগলের বদলে চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডু ব্যবহারের সুযোগ করে দেবে ব্যবহারকারী ইচ্ছে করলেই গুগলের বদলে বাইডু নেয়ার সুযোগ পাবেন মটোরোলার ভাষায়, ব্যবহারকারী বাইডু সহ অন্যান্য সফটঅয়্যার পছন্দ করে নিতে পারেন আর চীনের মোবাইল সেবা প্রতিষ্ঠান চায়না টেলিকম বলছে ব্যবহারকারীতে বেছে নেয়ার সুযোগ দিয়ে মটোরোলা ব্যবহারকারীদের সামর্থ্য অনেক বাড়াচ্ছে আরেক সেবা প্রতিষ্ঠান চায়না ইউনিকম বলেছে তারা তাদের জীবনধারা এবং পছন্দের সাথে মিল রেখে ফোন ব্যবহারে আগ্রহী

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট চালু হচ্ছে 3 Scandinavia and Ericsson to launch 84 Mbps network

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির থ্রিজি ইন্টারনেট চালু হতে যাচ্ছে ডেনমার্ক এবং সুইডেনে এর ডাটা ট্রান্সফার রেট ৮৪ মেগাবিট/সে বর্তমানে এই প্রযুক্তিতে সর্বোচ্চ গতিবেগ ২১ মেগাবিট/সে চালু করতে যাচ্ছে থ্রি-স্ক্যান্ডিনেভিয়া এবং এরিকশন এই ঘোষনা দেয়া হল টেলিসিনোরার ফোর-জি চালু করার এক মাসের মধ্যে

রিকেটের জন্য ভিডিও গেম দায়ী Video games blamed for return of rickets

রিকেট কি হয়ত জানেন ভিটামিন ডি এর অভাবে হয় এই রোগের ফলে শিশুদের হাড় নরম হয়ে বাকা হয়ে যায় একসময়ের বড় ধরনের হুমকি এই রোগ এখন অনেকটাই সামলে নেয়া গেছে কিন্তু, ইদানিং তা ফিরে আসছে বৃটেনে রীতিমত আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই রোগ  আর এজন্য দায়ী করা হচ্ছে ভিডিও গেমকে অন্তত প্রফেসর সাইমন পিয়ার্স তাই মনে করেন

এপলের ২২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে 22 inch Apple iMac touchscreen display

এপল নতুন ধরনের আইম্যাক মনিটর আনতে যাচ্ছে জানা গেছে এটা ২২ ইঞ্চি এবং টাচস্ক্রিন  ঠিক কখন এগুলি বাজারে আসবে জানা যায়নি আগে তারা একসাথে মনিটর এবং সিপিইউ ব্যবহার করে কম্পিউটার তৈরী করেছে আই-ম্যাক সিরিজে ডিজিটাইমসের তথ্য অনুযায়ী এপল কোয়ান্টা নামের প্রতিষ্ঠানের কাছ থেকে ২২ ইঞ্চি টাচস্ক্রিন আইম্যাক তৈরী করাচ্ছে

January 22, 2010

সনির ওয়াটারপ্রুফ ক্যামেরা Sony Waterproof Camera TX5 Cyber-shot

ওয়াটারপ্রুফ ক্যামেরার প্রচলন চালু রয়েছে অনেকদিন ধরেই প্রায় সব কোম্পানীরই রয়েছে এধরনের ক্যামেরা তবে একমাত্র প্যানাসনিক ছাড়া অন্যদের চেহারা রীতিমত বিদঘুটে সনি এর মধ্যে যায়গা করে নিতে আসছে TX5 Cyber-shot নামের ক্যামেরা নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষনা না দিলেও খুব দ্রুতই এই ক্যামেরা বাজারে পাওয়া যাবে

বিবিসির ফটোগ্রাফি প্রতিযোগিতা নিয়ে কেলেংকারী BBC Wildlife Photographer of the Year competition ends with a scandal

৪৩ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথম স্থান পেয়েছিলেন ফটোগ্রাফার জোসে লুইস রডরিগেজ কিন্তু তার পুরস্কার বাতিল করা হয়েছে কারন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ছবি উঠানোর জন্য তিনি নেকড়েকে ট্রেনিং দিয়েছিলেন এবং সেটা গোপন রেখেছিলেন এটা প্রতিযোগিতার নিয়মের বিরোধী প্রতিযোগিতার শর্ত হচ্ছে মুক্তভাবে থাকা প্রানীর ছবি উঠাতে হবে

লেইকা অস্কার বার্নাক ফটোগ্রাফি প্রতিযোগিতা Leica Oskar Barnack Award competition for 2010

২০১০ সালের লেইকা অস্কার বার্নাক পুরস্কারের জন্য ছবি আহ্বান করা হয়েছে। ১৫ জানুয়ারী থেকে ১৫ মার্চের মধ্যে তাদের ওয়েবসাইটে ছবি পাঠাতে হবে। প্রতিযোগিতায় নিউকামার এওয়ার্ড নামে একটি বিভাগ রয়েছে যেখানে ২৫ বছর বা কম বয়সী ফটোগ্রাফাররা পৃথকভাবে অংশ নেয়ার সুযোগ পাবেন।

January 21, 2010

৬৪৯ ডলারে ডেল-এইচপি কোর আই৫ ল্যাপটপ Dell, HP Core i5 laptops for $649

আগামী কয়েকদিনের মধ্যেই ইন্টেল কোর আই৫ প্রসেসর ব্যবহার করা ল্যাপটপ পাওয়া যাবে একেবারে কম দামে। স্ট্যাপলস নামের এক কোম্পানী বিশেষ হ্রাসকৃত মুল্যে এই ল্যাপটপ বিক্রির কথা জানিয়েছে। সাধারনভাবে ডেল ১৭ ইঞ্চি সিষ্টেমের দাম ৭৯৯ ডলার। তারা এথেকে ১৫০ ডলার কমে ৬৪৯ ডলার দামে বিক্রি করবে। আর ১৪ ইঞ্চি HP DV4-2170 বিক্রি করা হবে ৬৪৯ ডলারে যার সাধারন দাম ৮০৯.৯৮ ডলার।

নোকিয়ার বিনামুল্যের নেভিগেশন ম্যাপ Nokia free navigation app

মানুষ ক্রমেই যখন নেভিগেশন ম্যাপ ব্যবহার বাড়াচ্ছে তখন গুগলের সাথে প্রতিযোগিতায় নোকিয়া বিনামুল্যে ম্যাপ দেয়ার ঘোষনা দিয়েছে। তাদের জিপিএসসহ ফোন ব্যবহার করে বিনামুল্যে অভি ম্যাপ এবং নেভিগেশন ডাউনলোড করা যাবে। এছাড়া বিভিন্ন শহরের গাইডও পাওয়া যাবে। বর্তমানে গুগল এবং এপল এক্ষেত্রে এগিয়ে রয়েছে।
এতদিন পর্যন্ত গ্রাহক একেবারে প্রাথমিক পর্যায়ের ম্যাপ বিনামুল্যে ব্যবহারের সুযোগ পেতেন। এর অতিরিক্ত সুবিধা ব্যবহারের জন্য টাকা দিতে হত। এখন নোকিয়া ঘোষানার মাধ্যমে সেই ব্যবস্থা পরিবর্তন করল। আপাতত ১০টি সেটে এই সুবিধা পাওয়া যাবে যার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এন-৯৭ মিনি, ৫৮০০ এক্সপ্রেস মিউজিক, ই-৭২ ইত্যাদি রয়েছে। আগামীতে যে কোন জিপিএস সেটে এটা ব্যবহার করা যাবে।

ইউটিউব মুভি ভাড়া দিচ্ছে YouTube getting into movie rental business

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউব মুভি ভাড়া দেয়ার ব্যবস্থা চালু করছে। পরীক্ষামুলকভাবে এই ব্যবস্থার মাধ্যমে ইউটিউব চেষ্টা করছে মুভি ষ্টুডিওগুলিকে তাদের সাইট ব্যবহার করতে। তবে মুল আয় আসবে এরসাথে বিজ্ঞাপনের মাধ্যমে। এই ব্যবস্থায় ১ থেকে ৯০ দিন পর্যন্ত মুভি দেখার জন্য সময় কেনা যাবে। ইউটিউব এথেকে কমিশন পাবে। সেই কমিশনের পরিমান কত তা জানানো হয়নি।

২০১০ গ্লোবাল মোবাইল এওয়ার্ডে মনোনয়ন ঘোষনা Global Mobile Awards 2010 nominees announced

২০১০ সালের গ্রোবাল মোবাইল এওয়ার্ডের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে আগামী মাসে বার্সিলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুড়ান্ত বিজয়ী ঘোষনা করা হবে এর প্রথম বিভাগ হচ্ছে মোবাইলের জন্য গেম এতে যাদের নাম এসেছে সেগুলি হচ্ছে The Sims 3, Farm Frenzy, Hero of Sparta, The last city (speedhero).

ট্রাভেল ফটোগ্রাফার পুরস্কার পেলেন আকাশ Bangladeshi wins Travel Photographer award

২০০৯ সালের ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ফটোগ্রাফার আকাশ। বিপদজনকভাবে ট্রেনে ভ্রমনের ছবি উঠিয়ে তিনি অন্যদের পেছনে ফেলেন। এই প্রতিযোগিতার পুরস্কার এপল ম্যাকবুক প্রো, এডবি সিএস৪ কালেকশন, ওয়াকম গ্রাফিক ট্যাবলেট, ১৬ গিগাবাইট সিএফ কার্ড এবং রিডার এবং টাট্রা পাহাড়ে ভ্রমনের সুযোগ।

ছবিকে থ্রিডিতে পরিনত করুন Transform your photos into 3D

গত অক্টোবরে ফুজিফিল্ম বাজারে প্রথম থ্রিডি ক্যামেরা FinePix REAL 3D W1 আনার পর থেকে আলোচনার শীর্ষে উঠে এসেছে থ্রিডি ছবির বিষয়টি। দুই লেন্স বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করে খুব সহজে থ্রিডি ছবি উঠাতেই পারেন, কিন্তু সেজন্য ক্যামেরা প্রয়োজন। আবার সেই থ্রিডি দেখার জন্যও বিশেষ চশমা ব্যবহার করতে হবে। যদি এসব না থাকে তাহলে থ্রিডির ব্যবস্থা কি ? একাজটিই করেছে ষ্টার্টথ্রিডি নামে একটি ওয়েবসাইট।

গিগাবাইটের কমদামের এন্ড্রয়েড ফোন Low cost Gigabyte Android smartphone

স্মার্টফোনের কমদামের প্রশ্নে এককথায় সামনে চলে আসে সিমবিয়ান ইদানিং উইন্ডোজ মোবাইলের দাম কমতির দিকে গিগাবাইটের এন্ড্রয়েডভিত্তিক একটি স্মার্টফোনের কথা প্রকাশ পেয়েছে যার দাম অন্যদের থেকে কম অন্তত বাজারে যতগুলি এন্ড্রয়েডভিত্তিক স্মার্টফোন বর্তমানে রয়েছে তাদের চেয়ে তো বটেই

এপল আইফোন থেকে গুগলকে বাদ দিচ্ছে Apple, Microsoft eye replacing Google on iPhone

এপল তাদের বিশ্বখ্যাত আইফোন থেকে সার্চ ইঞ্জিন হিসেবে বর্তমানে ব্যবহৃত গুগল বাদ দিচ্ছে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহারের বিষয়ে তারা আলোচনা করছে মাইক্রোসফটের সাথে ব্লুমবার্গ ওয়েবসাইট থেকে একথা জানা গেছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বর্তমানে প্রায় অপ্রতিদ্বন্দি গুগলকে ধরার চেষ্টা করছে
কয়েক সপ্তাহ ধরেই এই বিষয়ে এপল এবং মাইক্রোসফটের আলাপ চলছে দুজন বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে এবিষয়ে জানা গেছে বলে ব্লুমবার্গ জানিয়েছে বর্তমানে যে পর্যায়ে রয়েছে তাতে বিষয়টি খুব দ্রুত নিস্পত্তি হতে পারে আবার আলোচনা ভেঙেও যেতে পারে

৭০ এক্স অপটিক্যাল জুমসহ ভিডিও ক্যামেরা Panasonic SDR-S26 Camcorder

যদি দুরের বিষয়ের ভিডিও করা লক্ষ্য হয়ে থাকে তাহলে প্যানাসনিকের এই ক্যামেরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে ৭০-এক্স অপটিক্যাল জুম, বাজারে এর তুলনা নেই প্রায় সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোল সহ এসডি কার্ড ভিত্তিক ষ্টান্ডার্ড ডেফিনিশন এই ক্যামেরার দাম ২৬৯ ডলার

January 20, 2010

এনভিডিয়ার জিএফ-১০০ আসছে মার্চে NVIDIA GF100 comes in March

নির্ধারিত সময়ের মাস তিনেক দেরী করার পর অবশেষে নতুন ডিসপ্লে কার্ডের ঘোষনা দিয়েছে এনভিডিয়া। তাদের ফারমি বেসড জিএফ-১০০ কার্ড মার্চেই পাওয়া যাবে। এতে নেটিভ ডিরেক্টএক্স-১১ সাপোর্ট সহ অনেক নতুন ফিচার থাকবে বলে জানানো হয়েছে। 
গত কিছুদিনে এনভিডিয়াকে ছাড়িয়ে গেছে এএমডি ডিরেক্টএক্স-১১ সাপোর্টেড কার্ড বাজারে ছেড়ে। তাদের সেরা এইচডি-৫৮৭০ চিপে ২১৫ কোটি ৪০ ন্যানোমিটার ট্রানজিষ্টর। ২৫৬ বিট জিডিডিআর৫ ইন্টারফেস, ১৬০০ এসপিইউ (ষ্ট্রিমিং প্রসেসিং ইউনিট), ৮০ টেক্সচার ইউনিট ইত্যাদি।

হিউন্দাই মোবাইল ফোন Hyundai mobile phones

মোবাইল ফোন নির্মাতা হিসেবে কোরীয় কোম্পানী হিউন্দাইয়ের উল্লেখ করার মত পরিচিতি নেই। গতবছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বেশকিছু মান এবং দামের সমম্বয় করা ফোন আনা হয়েছিল কিন্তু অষ্ট্রিয়ায় সেগুলি বিক্রির দায়িত্বে থাকা কোম্পানীর ওয়েবসাইট হঠা করে উধাও হয়ে যায়। পরে জানা যায় কোম্পানী দেউলিয়া হয়ে গেছে। এখন হিউন্দাইয়ের পক্ষ থেকে নতুন কয়েকটি মোবাইল সেটের ঘোষনা দেয়া হয়েছে। বর্তমানের উন্নত সেটের ভীড়ে এগুলি হয়ত চমক লাগাতে সক্ষম হবে না, তবে তাদের কাছে কাজ এবং দাম দুটি বিষয় প্রাধান্য পেয়েছে সেটা স্পষ্ট।

January 19, 2010

স্যামসাং এর দুটি নতুন লং-জুম ক্যামেরা Samsung: Two new HZ-series long-zoom HZ30W and HZ35W

স্যামসাং দুটি নতুন সুপারজুম ক্যামেরার কথা জানিয়েছে পুরোপুরি বর্ননা জানা না গেলেও যা জানা গেছে তাতে HZ35W এবং HZ30W দুটি ক্যামেরার মধ্যে HZ35W মডেলে এলইডি ডিসপ্লের বদলে এমোলেড ৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরাতেই ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে দেখতে মোটামুটি একই রকম ১৫ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরাগুলিতে ২৪মিমি থেকে ৩৬০ মিমি ফোকাল লেন্থ ব্যবহার করা যাবে দুটিতেই ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের ব্যবস্থা রয়েছে

১২৮ গিগাবাইট ৪০০এক্স মেমোরী কার্ড 128GB Compact Flash memory card

ফ্লাশ মেমোরী নির্মাতা সিলিকন পাওয়ার জানিয়েছে তারা ১২৮ গিগাবাইট কমপ্যাক্ট ফ্লাশ (সিএফ) কার্ড বাজারে আনছে। এর দ্রুততা ৪০০ এক্স। প্রতি সেকেন্ডে ৯০ মেগাবাইট ডাটা রাইট করা যাবে এতে। বিশ্বের এখন পর্যন্ত এটাই সবোর্চ্চ গতি। ৬০০ এক্স কার্ড নির্মানের কথাও জানিয়েছে তারা।
 সিলিকন পাওয়ারের এই কার্ডগুলি তৈরী করা হয়েছে ডিজিটাল ফটোগ্রাফারদের জন্য। তাদের আর যায়গার স্বল্পতার কথা ভাবতে হবে না। এর ইসিসি টেকনোলজি ডাটার নির্ভূলতা যাচাই করবে। এছাড়া লাইফটাইম ওয়ারেন্টি সহ এই কার্ডগুলি ইউরোপের ষ্টান্ডার্ড অনুযায়ী  এগুলি ১০০% পরিবেশবান্ধব।

January 18, 2010

উইটনেস : দেখুন, ভিডিও করুন, বদলে দিন WITNESS: See It, Film It, Change It

ছবি হাজার শব্দের কাজ করে, প্রচলিত প্রবাদ। ভিডিও কত শব্দের কাজ করে তার হিসেব না করে বরং বলা যায় এর মাধ্যমে শুধু ঘটনার ছবিই তুলে ধরা যায় না, শব্দ, মানুষের অভিব্যক্তি, ব্যক্তির অভিজ্ঞতা সব তুলে আনা যায়। কোন ভাষার মানুষ সেটা দেখবে তাকে কিছু যায় আসে না। যেকারনে ভিডিও মানুষের নিত্যদিনের সমস্যা বিশ্বের কাছে তুলে ধরার বড় হাতিয়ার। একাজে সাহায্য করছে উইটনেস নামে একটি সংস্থা। 
উইটনেস বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানকে বিনামুল্যে ভিডিও ক্যামেরা দেয়, প্রয়োজনীয় প্রশিক্ষন দেয়। যৌন হয়রানি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে কথা বলতে সাহায্য করে। মানুষের পরিবর্তনের জন্য এরচেয়ে বড় হাতিয়ার নেই, এটাই তাদের উপলব্ধি।

মটোরোলার স্যাডো হতে যাচ্ছে নেক্সাস টু Motorola Shadow becomes Google Nexus Two

কয়েক সপ্তাহ আগে মটোরোলার স্যাডো সম্পর্কে প্রথম গুজব শোনা যায়। এসম্পর্কে বর্তমান গুজব হচ্ছে এটা বাজারে আসবে গুগলের নেক্সা টু হিসেবে। এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ফোনে বিশাল টাচস্ক্রিনের পাশাপাশি ফুল কিবোর্ড রয়েছে। ইন্টারনেটে এর একাধিক ছবি প্রকাশ পেয়েছে।
যতটুকু দেখা গেছে তাতে এতে সাইড স্লাইডং কিবোর্ড, হাতের সাথে আটকে রাখার জন্য রিষ্ট-ষ্ট্রাপ রয়েছে। সাদা কিবোর্ড, কালোর সাথে লাল মেশানো বাকি অংশ।

প্লে-ষ্টেশন শিশুদের জন্য বিষ PlayStation is 'poison' to children

সনির প্লে-ষ্টেশন শিশুদের জন্য বিষ। এটা তাদেরকে তাদের ধনতন্ত্রের নরকের পথে নিয়ে যায়। বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উগর চ্যাভেজ। সাপ্তাহিক এক রেডিও-টিভি শোতে ভেনেজুয়েলার শিল্পমালিকদের শিক্ষামুলক খেলনা তৈরী আহ্বান জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

নিউটনের মাধ্যাকর্ষন সুত্র আবিস্কারের গল্প ইন্টারনেটে Newton's encounter with apple goes online


গাছ থেকে আপেল পড়তে দেখে নিউটনের মাথায় প্রশ্ন জাগে, ওটা নিচে পড়ল কেন ? অন্যদিকেও তো যেতে পারত! এই চিন্তা থেকে জন্ম নিল যুগান্তকারী এক তত্ত্ব। মাধ্যাকর্ষন সুত্র। এই ঘটনার বর্ননার মুল কপি এখন যে কেউ পড়ার সুযোগ পাবেন ইন্টারনেটে। ১৮ শতকের মুল পান্ডুলিপি স্ক্যান করে প্রকাশ করেছে বৃটেনের রয়েল সোসাইটি।

January 17, 2010

নোকিয়াকে আমেরিকায় নিষিদ্ধ করতে চায় এপল Apple seeks ban on U.S. Nokia imports

এপল এবং নোকিয়ার বিরোধ এমন পর্যায়ে পৌছেছে যেখানে নোকিয়াকে আমেরিকার বাজারে ঢুকতে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় এপল। এজন্য ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছে তারা। কারন হিসেবে রয়েছে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি বিভিন্ন নীতিভঙ্গের অভিযোগ। গত ডিসেম্বরে নোকিয়া নিজেই তাদের অভিযোগ জানিয়েছিল এপলের বিরুদ্ধে তাদের ৭টি পেটেন্ট ভঙ্গের। এপলের আইফোন, আইপড এবং ম্যাকবুকের বিক্রি বন্ধের আবেদন জানানো হয়েছিল।

আইফোন এবং ব্লাকবেরির নামে কোডাকের মামলা Kodak sues Apple, RIM for patent infringement

ক্যামেরা নির্মাতা কোডাক আইফোন এবং ব্লাকবেরির নামে তাদের তৈরী প্রযুক্তি ব্যবহারের অভিযোগে মামলা করেছে এগুলির নির্মাতা এপল এবং রিম (রিসার্চ ইন মোসন) এর নামে তাদের অভিযোগ তাদের তৈরী ইমেজ দেখার পদ্ধতি এরা ব্যবহার করেছে কোডাক উল্লেখ করেছে তাদের প্রযুক্তি ব্যবহারের জন্য এলজি, মটোরোলা, নোকিয়া, স্যামসাং, সনি এরিকশন এরা তাদের টাকা দেয়

ষ্টিভ জবস ফুটবল খেলোয়ার, বিল গেটস ডাকাত Steve Jobs is a soccer player

সাধারন মানুষের সাধারন জ্ঞান নিয়ে মজার ঘটনার অভাব নেই। কিন্তু সেটা কোন পর্যায়ে যেতে পারে ? উন্নত দেশে ? বৃটেনে সাম্প্রতিক এক জরিপ এ প্রশ্নকেই সামনে এনেছে। শতকরা ২০ জন বৃটিশ মনে করে ষ্টিভ জবস একজন ফুটবলারের নাম, শতকরা ১০ জন মনে করেন তিনি একজন শ্রমিক নেতা, শতকরা ৫ জন মনে করেন বিল গেটস একজন বিখ্যাত ট্রেন ডাকাত। জরিপ করেছে লুইস পিআর নামে এক কোম্পানী।

ফটোশপের প্লাগইন টুন-ইট Digital Anarchy plug-in ToonIt! Photo for Photoshop

প্লাগইন সফটওয়্যার নির্মাতা ডিজিটাল এনার্কি ফটোশপ, এলিমেন্ট, এপারচার ইত্যাদির সাথে ব্যবহারের জন্য টুন-ইট প্লাগইনের নতুন ভার্শনের ঘোষনা দিয়েছে এর মাধ্যমে ফটোগ্রাফ থেকে কার্টুন ইফেক্ট তৈরী করা যায় যেকাজ করতে বহুঘন্টা সময় ব্যয় করতে হয় সেকাজ করা যায় মুহুর্তে নতুন ভার্শন ২.৫ এ অনেক নতুন কন্ট্রোল আনা সহ পেইন্ট ষ্টাইল, সেডিং, আউটলাইন ইত্যাদিকে উন্নত করা হয়েছে

ডিরেক্ট-এক্স ১১ ব্যবহারযোগ্য এটিআই গ্রাফিক্স কার্ড ATI Radeon HD5670 delivers DirectX 11 graphics

এটিআই রেডঅন এইচডি-৫৬৭০ মাইক্রোসফট ডিরেক্ট-এক্স ১১ সাপোর্ট করবে এতে জিডিডিআর৫ মেমোরী ব্যবহার করা হয়েছে, আইফিনিটি মাল্টিডিসপ্লে প্রযুক্তি রয়েছে দাম ১০০ ডলারের কম
এএমডি কদিন আগে জানিয়েছে তারা ২০ লক্ষের বেশি ডিরেক্ট-এক্স সাপোর্টেড কার্ড বিক্রি করেছে গেমনির্মাতারা ডিরেক্ট-এক্স ১১ ব্যবহার করে গেম তৈরী করছেন একারনেও সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে অন্যদিকে তাদের প্রধান প্রাতদ্বন্দি এনভিডিয়ার তরফ থেকে ডিরেক্ট-এক্স ১১ বিষয়ে কোন উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি

January 16, 2010

ক্যাননের ফটোগ্রাফি-ভিডিও প্রতিযোগিতা Canon Digital Image Contest

শীর্ষস্থানীয় ক্যামেরা নির্মাতা ক্যানন নতুন এক প্রতিযোগিতার ঘোষনা দিয়েছে। এর নাম ষ্টোরি বিয়ন্ড দি ষ্টিল। একটি ষ্টিল ছবি উঠাবেন এবং তার পেছনের বিষয় উল্লেখ করে ভিডিও তৈরী করবেন। পুরস্কার হিসেবে পেতে পারেন তাদের সেরা ক্যামেরা ৭ডি কিংবা ৫ডি মার্ক টু।

ওয়াইম্যাক্স বনাম ফোর-জি WiMax or 4G

ওয়াইম্যাক্স না ফোর-জি কোনটা ব্যবহার করা হবে এনিয়ে ব্যবহারকারীর হয়ত ততটা মাথাব্যথা নেই যদি দুটিই থাকে তাহলে যার যেটা পছন্দ তিনি সেটা ব্যবহার করবেন সত্যিকারের মাথাব্যথা যারা সার্ভিস দেবেন তাদের এই মুহুর্তে কি সেবা দেয়া সম্ভব, আগামীতে কি হতে যাচ্ছে, যদি পরিবর্তন করতেই তাহলে কোনটা সহজ ইত্যাদি বহু বিষয় বিবেচনা আনতে হবে তাদের আর সেটা করার সময় এখনই

নোকিয়া ফোন চলবে কোকাকোলায় Nokia phone powered by Coca-Cola

আপনি কতটা অবাক হবেন কিংবা হাসবেন সেটা আপনার বিষয়, চীনের একজন নির্মাতা এমন নোকিয়া ফোন তৈরী করেছে যা চলবে সফট ড্রিংক দিয়ে সেটাও আবার বিশেষ করে কোকাকোলা দিয়ে গোলাকার এই ফোনের মধ্যে কোকাকোলা ঢেলে দিলেই সেটা চার্জ হবে
এই নির্মাতার নাম Daizi Zheng ঠিক কি কারনে নির্দিষ্ট করে কোকাকোলা দিয়ে চার্জের ব্যবস্থা করা হয়েছে সেটা জানা যায়নি বিক্রির জন্য এর বিজ্ঞাপন দেয়া হচ্ছে

চীনের ইন্টারনেট ব্যবহারকারী ৩৮ কোটির বেশি China's population of Web users hits 384 million

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে চীন অনেক আগেই বিশ্বের অন্য যে কোন দেশকে পিছনে ফেলেছে এই বৃদ্ধির হার দ্রুত বেড়ে চলেছে ২০০৯ সালে বৃদ্ধি ঘটেছে প্রায় ৩০ শতাংশ হারে বর্তমানে সেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৮ কোটি ৪০ লক্ষ ২০০৮ সালে ব্যবহারকারী বৃদ্ধির হার ছিল ৪১ শতাংশ বর্তমানে সরকারের নানারকম বিধিনিষেধ, এই সপ্তাহে গুগলের সাথে মতপার্থক্য ইত্যাদি সত্বেও বৃদ্ধির হার অন্য যে কোন দেশের চেয়ে বেশি