জেড-এস৭ এর বড় পার্থক্য হচ্ছে এতে বিল্টইন জিপিএস রয়েছে। প্যানাসনিকের কোন ক্যামেরায় জিপিএস এটাই প্রথম। আরেকটি বড় পার্থক্য হচ্ছে এতে এভিসিএইচডি লাইট অথবা কুইকটাইম যে কোন ফরম্যাটে ভিডিও রেকর্ড করা যায়, অন্যদিকে জেড-এস৫ ব্যবহার করে শুধুমাত্র কুইকটাইম । অন্যদিকে জেড-এস৫ এগিয়ে আছে ব্যাটারীর দীর্ঘ্যস্থায়িত্বে বিচারে। এতে রয়েছে ৪০ মেগাবাইট ইন্টারনাল মেমোরী যেখানে জেড-এস৭ এ আছে ১৫ মেগাবাইট।
ক্যামেরাগুলিতে সবধরনের ম্যানুয়েল কন্ট্রোল রয়েছে। উল্লেখ করা যেতে পারে এই সিরিজের জেড-এস৩ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ক্যামেরা।
No comments:
Post a Comment