ভালবাসা দিবস নামে পরিচিত ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নোকিয়া বিশেষ রঙের ফোন বিক্রির উদ্দ্যোগ নিয়েছে। তাদের এক্স-৬ ফোনটি মিউজিক ভার্শন ছাড়ার কথা শোনা গেছে আগেই। এতে ৩২ গিগাবাইটের বদলে ১৬ গিগাবাইট এবং সাদার ওপর গোলাপী রঙে পাওয়া যাবে বলে প্রচার পেয়েছিল। এখন নিশ্চিত হওয়া গেছে সেটা আসলেই ১৬ গিগাবাইট মেমোরী সহ পাওয়া যাবে। এতে বিনামুল্যে মিউজিক থাকছে না তবে গাড়িচালক এবং পথচারীদের জন্য বিনামুল্যের ভয়েস নেভিগেশন অভি ম্যাপ থাকবে। সেটটি পাওয়া যাবে পুরো কালো, পুরো সাদা, সাদার ওপর গোলাপী এবং সাদার ওপর হলুদ রঙে।
এর দাম কত হবে কিংবা এরসাথে কি হেডফোন দেয়া হবে জানা যায়নি। তবে মার্চের মধ্যেই বাজারে আসবে এটা নিশ্চিত।
এদিকে ভালেন্টাইন উপলক্ষ্যে এলজি তাদের GD510 Pop ফোনটি বিভিন্ন রঙে আনার আয়োজন করছে। এরমধ্যেও রয়েছে ভ্যালেন্টাইনের বিশেষ রঙ গোলাপী। ২৪০-৪০০ রেজ্যুলুশনের ৩ ইঞ্চি টাচস্ক্রিনের এলজি-র এই ফোনে রয়েছে ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা। মুলত কমদামের বলে পরিচিত এই ফোনে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস ইত্যাদি নেই। এর বিশেষ বৈশিষ্ট হচ্ছে সৌরশক্তি থেকে চার্জ করার জন্য সোলার প্যানেল চার্জার ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment