বিক্রির সংখ্যার হিসেবে ল্যাপটপের কাছে ডেস্কটপ প্রাধান্য হারিয়েছে বছরখানেক আগে। এখন প্রশ্ন উঠেছে ডেস্কটপের ব্যবহারের ভবিষ্যত নিয়ে। ল্যাপটপ যেভাবে এগোচ্ছে তাতে এপ্রশ্ন ওঠা ম্বাভাবিক। বিশেষ করে তোসিবার নতুন ল্যাপটপ ঘোষনা দেয়ার পর। তারা ইন্টেল কোর আই-৩, আই-৫, আই-৭ ইত্যাদি সব ধরনের প্রসেসরের ল্যাপটপ আনার ঘোষনা দিয়েছে।তোসিবার Tecra A11 মডেলে আছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। কিবোর্ডে নিউমেরিক ১০-কি কিপ্যাড। চার ধরনের ডুয়াল কোর প্রসেসর রয়েছে এই সিরিজে;
Intel Core i3-330M (2.3 GHz, 3MB L3 Cache)
Intel Core i5-430M (2.26, 2.53 GHz Turbo Boost , 3 MB L3 Cache)
Intel Core i5-520M (2.40 GHz,2.93 GHz Turbo Boost , 3 MB L3 Cache)
Intel Core i7-620M (2.66 GHz, 3.33 GHz Turbo Boost , 4 MB L3 Cache)
Toshiba Qosmio X500 মডেলে আছে ফুল-হাই ডেফিনিশন ১৮.৪ ইঞ্চি ডিসপ্লে। আর এতে ব্যবহার করা হবে কোর আই-৫ অথবা আই-৭ প্রসেসর। Intel Core i7-720QM কোয়াড কোর প্রসেসর, টারবো বুষ্ট ফ্রিকোয়েন্সিতে এই প্রসেসর ১.৬ গিগাহার্টজ থেকে ২.৮ গিগাহার্টজে কাজ করতে সক্ষম। এতে ৬ মেগাবাইট এল-৩ ক্যাশ মেমোরীও থাকবে। ভিডিও হিসেবে NVIDIA GeForce GTS 250M অথবা GTS 360M বেছে নেয়া যাবে। আরো অর্থ ব্যয় করলে ৬৪ গিগাবাইট সলিড ষ্টেট ড্রাইভ (এসএসডি), ব্লু-রে ড্রাইভ, ৬ গিগাবাইট র্যাম ইত্যাদিও নেয়া যাবে।
কাজেই বলতেই পারেন, এরপর আর ডেস্কটপের প্রয়োজন কি ?

No comments:
Post a Comment