তোসিবার Tecra A11 মডেলে আছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। কিবোর্ডে নিউমেরিক ১০-কি কিপ্যাড। চার ধরনের ডুয়াল কোর প্রসেসর রয়েছে এই সিরিজে;
Intel Core i3-330M (2.3 GHz, 3MB L3 Cache)
Intel Core i5-430M (2.26, 2.53 GHz Turbo Boost , 3 MB L3 Cache)
Intel Core i5-520M (2.40 GHz,2.93 GHz Turbo Boost , 3 MB L3 Cache)
Intel Core i7-620M (2.66 GHz, 3.33 GHz Turbo Boost , 4 MB L3 Cache)
Toshiba Qosmio X500 মডেলে আছে ফুল-হাই ডেফিনিশন ১৮.৪ ইঞ্চি ডিসপ্লে। আর এতে ব্যবহার করা হবে কোর আই-৫ অথবা আই-৭ প্রসেসর। Intel Core i7-720QM কোয়াড কোর প্রসেসর, টারবো বুষ্ট ফ্রিকোয়েন্সিতে এই প্রসেসর ১.৬ গিগাহার্টজ থেকে ২.৮ গিগাহার্টজে কাজ করতে সক্ষম। এতে ৬ মেগাবাইট এল-৩ ক্যাশ মেমোরীও থাকবে। ভিডিও হিসেবে NVIDIA GeForce GTS 250M অথবা GTS 360M বেছে নেয়া যাবে। আরো অর্থ ব্যয় করলে ৬৪ গিগাবাইট সলিড ষ্টেট ড্রাইভ (এসএসডি), ব্লু-রে ড্রাইভ, ৬ গিগাবাইট র্যাম ইত্যাদিও নেয়া যাবে।
কাজেই বলতেই পারেন, এরপর আর ডেস্কটপের প্রয়োজন কি ?
No comments:
Post a Comment