নোকিয়ার ঘোষনা অনুযায়ী এজন্য কোন ফি দিতে হবে না। বর্তমানে ৭৪টি দেশে ৪৬টি ভাষায় এই সুবিধে ব্যবহার করা যাবে। এরমধ্যে ১০টি এলাকায় ট্রাফিক অবস্থাও জানা যাবে। এই ব্যবস্থা নোকিয়াকে প্রতিযোগিদের তুলনায় অনেক সুবিধেজনক অবস্থানে আনবে সন্দেহ নেই। বলা হয় নোকিয়ার ওভি ম্যাপ গুগলের ম্যাপের চেয়েও উন্নত। এছাড়া এটা ব্যবহারের জন্য ইন্টারনেট প্রয়োজন নেই। বিনামুল্যের সেবার ঘোষনা দেয়া ছাড়াও নোকিয়া ওভি ম্যাপের বিস্তর উন্নতি করেছে নতুন ভার্শনে।
No comments:
Post a Comment