January 25, 2010

নোকিয়ার বিনামুল্যের ভয়েস নেভিগেশন Nokia smartphones with free voice-guided navigation


নোকিয়া তাদের সবগুলি স্মার্টফোনের জন্য বিনামুল্যের ভয়েস নেভিগেশন সেবা দেয়ার ঘোষনা দিয়েছে এজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের ওভি ম্যাপের নতুন ভার্শন ৩.৩ ডাউনলোড করে ইনষ্টল করা এরপর পথ চলতে কোথায় কোনদিকে কতটুকু যেতে হবে, কোনদিকে ঘুরতে হবে সব জানা যাবে ফোন থেকেই অবশ্য এজন্য আপনার সেটে জিপিএস থাকতে হবে
নোকিয়ার ঘোষনা অনুযায়ী এজন্য কোন ফি দিতে হবে না বর্তমানে ৭৪টি দেশে ৪৬টি ভাষায় এই সুবিধে ব্যবহার করা যাবে এরমধ্যে ১০টি এলাকায় ট্রাফিক অবস্থাও জানা যাবে এই ব্যবস্থা নোকিয়াকে প্রতিযোগিদের তুলনায় অনেক সুবিধেজনক অবস্থানে আনবে সন্দেহ নেই বলা হয় নোকিয়ার ওভি ম্যাপ গুগলের ম্যাপের চেয়েও উন্নত এছাড়া এটা ব্যবহারের জন্য ইন্টারনেট প্রয়োজন নেই বিনামুল্যের সেবার ঘোষনা দেয়া ছাড়াও নোকিয়া ওভি ম্যাপের বিস্তর উন্নতি করেছে নতুন ভার্শনে
আরো জানুন এবং ডাউনলোড করুন এখান থেকে http://maps.nokia.com/explore-services/ovi-maps

No comments:

Post a Comment