গত এপ্রিলে ওরাকল জানায় তারা সান মাইক্রোসিষ্টেম কিনতে চায়। ইউরোপিয়ান কমিশন জানুয়ারীর ২১ তারিখে এটার অনুমোদন দেয়। কোন কোম্পানী কেনাবেচার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় এক ঘটনা। ২৮ বছর আগে যাত্রা শুরু করেছিল সান মাইক্রোসিষ্টেমস। এই দুই কোম্পানী এক হওয়ার ফলে তাদের প্রতিযোগি অনেকেই বিপদে পরবে বলে ধারনা করা হচ্ছে। এই তালিকায় রয়েছে এইচপি, সিসকো, ইএমসি এর মত বড় কোম্পানী।
সান মাইক্রোসিষ্টেমসের ব্যবসার মধ্যে ছিল সার্ভার, ষ্টোরেজ, স্পার্ক প্রসেসর, সোলারিস অপারেটিং সিষ্টেম, জাভা, মাইএসকিউএল ইত্যাদি। অন্যদিকে ওরাকলের মুল ব্যবসা ব্যবসা ডাটাবেজ এবং ব্যবসা সংক্রান্ত সফটঅয়্যার তৈরী।
No comments:
Post a Comment