কয়েক সপ্তাহ আগে মটোরোলার স্যাডো সম্পর্কে প্রথম গুজব শোনা যায়। এসম্পর্কে বর্তমান গুজব হচ্ছে এটা বাজারে আসবে গুগলের নেক্সা টু হিসেবে। এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ফোনে বিশাল টাচস্ক্রিনের পাশাপাশি ফুল কিবোর্ড রয়েছে। ইন্টারনেটে এর একাধিক ছবি প্রকাশ পেয়েছে।যতটুকু দেখা গেছে তাতে এতে সাইড স্লাইডং কিবোর্ড, হাতের সাথে আটকে রাখার জন্য রিষ্ট-ষ্ট্রাপ রয়েছে। সাদা কিবোর্ড, কালোর সাথে লাল মেশানো বাকি অংশ।
স্পেসিফিকেশনের দিক থেকে অবশ্য চমক লাগানোর মত কিছু নেই। এতে ক্যালকম ৫২৮ মেগাহার্টজ প্রসেসর এবং মটোব্লার-এন্ড্রয়েড ১.৫ ব্যবহার করা হয়েছে। এর রেজুলুশন অত্যন্ত কম, মাত্র ২৪০-৩২০। এথেকে এটা কমদামী হবে বলেই ধরে নেয়া যায়।
No comments:
Post a Comment