বৃটিশ মেডিকেল জার্নালে এক লেখায় তিনি বলেছেন আজকাল শিশুরা ঘরের মধ্যে কম্পিউটার কিংবা ভিডিও গেম নিয়ে বেশি সময় কাটায়, বাইরের মুক্ত আবহাওয়ায় যায় না। একারনে তারা ভিটামিন ডি বঞ্চিত হচ্ছে। সুর্যকিরন থেকে ভিটামিন ডি শরীরে প্রবেশ করে, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে একথা বলা হয়েছে সন্দেহ নেই। বৃটেনে সুর্যকিরন এমনিতেই কম।
একসময় কডলিভার অয়েল দিয়ে শিশুর ভিটামিন ডি এর প্রয়োজন মেটানো হত। এরপর এমন খাবার দেয়ার দিকে গুরুত্ব দেয়া হয় যার মধ্যে প্রয়োজনীয় ভিটামিন ডি থাকে।
গেম সরাসরি হয়ত এই রোগের জন্য দায়ী না, তবে শিশূদের ঘরের বাইরে যাওয়া এবং খেলাধুলা করা প্রয়োজন একথা অস্বীকার করার উপায় নেই।
No comments:
Post a Comment