এপল নতুন ধরনের আইম্যাক মনিটর আনতে যাচ্ছে। জানা গেছে এটা ২২ ইঞ্চি এবং টাচস্ক্রিন। ঠিক কখন এগুলি বাজারে আসবে জানা যায়নি। আগে তারা একসাথে মনিটর এবং সিপিইউ ব্যবহার করে কম্পিউটার তৈরী করেছে আই-ম্যাক সিরিজে। ডিজিটাইমসের তথ্য অনুযায়ী এপল কোয়ান্টা নামের প্রতিষ্ঠানের কাছ থেকে ২২ ইঞ্চি টাচস্ক্রিন আইম্যাক তৈরী করাচ্ছে। উল্লেখ করা প্রয়োজন ম্যাকের অপারেটিং সিষ্টেম ওএস-এক্স টাচস্ক্রিন সাপোর্ট করে না, আইফোন করে। বাজারে এমন গুজ রয়েছে যে এপল আইফোনের অপারেটিং সিষ্টেমের নতুন ভার্শন আনতে যাচ্ছে যা বড় স্ক্রীনে কাজ করবে।
এমাসেই এপলের তাদের ট্যাবলেট পিসি (আই-স্লেট) সহ নতুন পন্য ঘোষনা দেয়ার কথা। নতুন অপারেটিং সিষ্টেম অথবা নতুন আইম্যাক সম্পর্কে হয়ত জানা যাবে তখনই।
No comments:
Post a Comment