ওয়াটারপ্রুফ ক্যামেরার প্রচলন চালু রয়েছে অনেকদিন ধরেই। প্রায় সব কোম্পানীরই রয়েছে এধরনের ক্যামেরা। তবে একমাত্র প্যানাসনিক ছাড়া অন্যদের চেহারা রীতিমত বিদঘুটে। সনি এর মধ্যে যায়গা করে নিতে আসছে TX5 Cyber-shot নামের ক্যামেরা নিয়ে। আনুষ্ঠানিকভাবে ঘোষনা না দিলেও খুব দ্রুতই এই ক্যামেরা বাজারে পাওয়া যাবে।এতে ১০ মেগাপিক্সেল এক্সমোর সেন্সর ব্যবহার করা হয়েছে। ৪-এক্স জুম সহ কার্ল জিস লেন্স। যেহেতু সনির পক্ষ থেকে জানানো হয়নি সেহেতু নিশ্চিত না এটা টিএক্স-১ এর মত ৩৫-১৪০ মিমি হবে না টিএক্স-৭ এর মত ২৫-১০০ মিমি হবে।
এতে ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। ৫টি ভিন্ন ভিন্ন রঙে ক্যামেরাটি পাওয়া যাবে। দাম ৩০০ ডলার হবে বলে অনুমান করা হচ্ছে।

No comments:
Post a Comment