৪৩ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথম স্থান পেয়েছিলেন ফটোগ্রাফার জোসে লুইস রডরিগেজ। কিন্তু তার পুরস্কার বাতিল করা হয়েছে। কারন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি ছবি উঠানোর জন্য তিনি নেকড়েকে ট্রেনিং দিয়েছিলেন এবং সেটা গোপন রেখেছিলেন। এটা প্রতিযোগিতার নিয়মের বিরোধী। প্রতিযোগিতার শর্ত হচ্ছে মুক্তভাবে থাকা প্রানীর ছবি উঠাতে হবে।
মনে প্রশ্ন জাগা স্বাভাবিক বিচারক কিভাবে ছবি দেখে বিষয়টি বুঝলেন। কারন তাদের ধারনা সত্যি বলে প্রমানিত হয়েছে। ছবিটি একটি পোষা নেকড়ের, মাদ্রিদের কাছে কানাডা রিয়েল ওপেন সেন্টার জু-তে উঠানো।
যেভাবেই তারা জানুন না কেন, কেউই জালিয়াতি পছন্দ করে না। অত্যন্ত সুন্দর একটি ছবি কলংকে পরিনত হল এরই কারনে।
No comments:
Post a Comment