টেলিসিনোরা জানিয়েছিল তাদের ডাটা ট্রান্সফার রেট হবে ১০০ মেগাবিট/সে, কিন্তু তাদের নেটওয়ার্ক ষ্টকহোম এবং অসলোর মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে থ্রি-স্ক্যান্ডিনেভিয়া পুরো ডেনমার্কে এবং সুইডেনের ৪টি প্রধান শহরে সেবা দেবে। এজন্য যন্ত্রপাতি সরবরাহ করবে এরিকশন।
দুই পদ্ধতির মধ্যে কারিগরী অনেক পার্থক্য রয়েছে। তবে মিল সম্ভবত এক যায়গায়, এদের কোনটি ব্যবহারের মত মোবাইল ফোন বাজারে নেই।
No comments:
Post a Comment