মটোরোলা জানিয়েছে তারা চীনের এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের মোবাইল ফোনে গুগলের বদলে চীনের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইডু ব্যবহারের সুযোগ করে দেবে। ব্যবহারকারী ইচ্ছে করলেই গুগলের বদলে বাইডু নেয়ার সুযোগ পাবেন। মটোরোলার ভাষায়, ব্যবহারকারী বাইডু সহ অন্যান্য সফটঅয়্যার পছন্দ করে নিতে পারেন। আর চীনের মোবাইল সেবা প্রতিষ্ঠান চায়না টেলিকম বলছে ব্যবহারকারীতে বেছে নেয়ার সুযোগ দিয়ে মটোরোলা ব্যবহারকারীদের সামর্থ্য অনেক বাড়াচ্ছে। আরেক সেবা প্রতিষ্ঠান চায়না ইউনিকম বলেছে তারা তাদের জীবনধারা এবং পছন্দের সাথে মিল রেখে ফোন ব্যবহারে আগ্রহী।
ইন্টারনেটে ফিল্টার ব্যবহারের কারনে বর্তমানে গুগলের সাথে চীনের সম্পর্ক অত্যন্ত তিক্ত। গুগল আদৌ চীনে কাজ না করার হুমকি দিয়েছে। এই ঘোষনার ফলে মটোরোলা খুব দ্রুত তাদের যায়গা দখল করার সুযোগ পাবে তাতে সন্দেহ নেই।
মটোরোলা বাইডুসহ চীনের বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে মিলিতভাবে ই-মেইল, ম্যাপ, সার্চ ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে।
No comments:
Post a Comment