একেবারে কমদামের ক্যামেরা হিসেবে ভিডিওর মান নিয়ে কিছু প্রশ্ন থাকতেই পারে। পর্যাপ্ত আলোতে খুব উজ্জ্বল ভিডিও পাওয়া যায় তবে কম আলো ভিডিওর মান মোটামুটি। অল্প আলোতে কালার এক্যুরেসি এবং নয়েজ লেভেলও যথেষ্ট ভাল। তবে গতিশীল বস্তুর ভিডিওর ক্ষেত্রে শার্পনেস বেশ কম।
এধরনের যে কোন ক্যামেরার থেকে এর ম্যানুয়েল কন্ট্রোল সুবিধে বেশি। জয়ষ্টিক ব্যবহার করে প্রায় সবকিছুই নিয়ন্ত্রন করা যায়। তবে অভ্যেস না থাকলে এধরনের কন্ট্রোল ব্যবহার করা বেশ কষ্টসাধ্য। প্যানাসনিকের অন্য ক্যামেরা যদি আগে ব্যবহার করে থাকেন তাহলে তাদের ইন্টেলিজেন্ট অটো সম্পর্কে নিশ্চয়ই ধারনা আছে। এই সেটিংএ নিশ্চিন্তে ভাল ভিডিও করা যাবে।
ষ্টিল ছবির মান যথেষ্ট ভাল। যদিও খুব বেশি সেটিং এর অপশন রাখা হয়নি। অডিওর মান গ্রহনযোগ্য। এক্সটারনাল মাইক্রোফোন ব্যবহারের সুযোগ নেই।
এর ডিজাইন সহজে ব্যবহারের উপযোগি এবং দেখতে আকর্ষনীয়। মেনু ব্যবহার সহজ। সাধারন ব্যবহারকারীদের জন্য আদর্শ ক্যামেরা হিসেবে বিবেচিত হতে পারে।
No comments:
Post a Comment