গত কিছুদিনে এনভিডিয়াকে ছাড়িয়ে গেছে এএমডি ডিরেক্টএক্স-১১ সাপোর্টেড কার্ড বাজারে ছেড়ে। তাদের সেরা এইচডি-৫৮৭০ চিপে ২১৫ কোটি ৪০ ন্যানোমিটার ট্রানজিষ্টর। ২৫৬ বিট জিডিডিআর৫ ইন্টারফেস, ১৬০০ এসপিইউ (ষ্ট্রিমিং প্রসেসিং ইউনিট), ৮০ টেক্সচার ইউনিট ইত্যাদি।
পরবর্তী ৫৯৭০ চীপে এই বিষয়গুলি দ্বিগুন হয়েছে। অন্যদিকে এনভিডিয়া জিএফ-১০০ এ থাকবে ৩০০ কোটি ৪০ ন্যানোমিটার ট্রানজিষ্টর, ৩৮৪ বিট জিডিডিআর৫ ইন্টারফেস। সাধারন ব্যবহারকারীদের কাছে হয়ত এই সংখ্যাগুলি কোন অর্থ বহন করে না। ধরে নিতে পারেন আগের তুলনায় সুন্দর গ্রাফিক্স দেখা যাবে, গেম দ্রুত কাজ করবে।
No comments:
Post a Comment