২০০৯ সালের ট্রাভেল ফটোগ্রাফার অব দি ইয়ার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ফটোগ্রাফার আকাশ। বিপদজনকভাবে ট্রেনে ভ্রমনের ছবি উঠিয়ে তিনি অন্যদের পেছনে ফেলেন। এই প্রতিযোগিতার পুরস্কার এপল ম্যাকবুক প্রো, এডবি সিএস৪ কালেকশন, ওয়াকম গ্রাফিক ট্যাবলেট, ১৬ গিগাবাইট সিএফ কার্ড এবং রিডার এবং টাট্রা পাহাড়ে ভ্রমনের সুযোগ। জিএমবি আকাশ ১৯৯৬ সাল থেকে ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন। পড়াশোনা করেছেন ফটোজার্নালিজমে, ৩ বছরের ওয়ার্ল্ড প্রেস ফটো সেমিনারে অংশ নিয়েছে এবং এপর্যন্ত ৪০ এর বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ২০০২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে নেদারল্যান্ডের ওয়ার্ল্ড প্রেস ফটো জুম সোয়ার্ট মাষ্টারক্লাশ হিসেবে নির্বাচিত হন, ২০০৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে প্যারিসে ইয়াং রিপোর্টার্স পুরস্কার পান, ২০০৫ সালে কলোরাডোর সেন্টার ফর ফাইন আর্ট ফটোগ্রাফি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পান, ২০০৬ সালে ওয়ার্ল্ড প্রেস ফটো এওয়ার্ড জেতেন।
২০০৭ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আমেরিকার ডিষ্ট্রিক্ট নিউজ ম্যাগাজিনের এমার্জিং ফটোগ্রাফার নির্বাচিত হন।
২০০৭ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আমেরিকার ডিষ্ট্রিক্ট নিউজ ম্যাগাজিনের এমার্জিং ফটোগ্রাফার নির্বাচিত হন।

No comments:
Post a Comment